ভালুকায় মুক্তিযোদ্ধা সন্তানকে হয়রানীর প্রতিবাদে সংবাদিক সম্মেলন

 শাহিদুজ্জামান সবুজ ভালুকা (ময়মনসিংহ): ময়মনসিংহের ভালুকায় এক মুক্তিযোদ্ধা সন্তান ও সাবেক যুবলীগ নেতাকে বিভিন্ন ভাবে হয়রানির প্রতিবাদে সংবাদিক সম্মেলন করা হয়েছে। শুক্রবার বিকালে ভুক্তভোগী মুক্তিযোদ্ধা সন্তান সাবেক যুবলীগ নেতা মনিরুজ্জামান মনির ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় রাজধানী হোটেল এন্ড চাইনিজ নামক একটি হোটেলে ওই সংবাদিক সম্মেলনটি করেন। সংবাদিক সম্মেলনে

 

মনিরুজ্জামান মনির বলেন, উপজেলার পাড়াগাঁও মৌজায় এনডিই কোম্পানির জন্য তিনি ওই এলাকার সফিকুল ইসলাম নামে এক ব্যাক্তির ৩১ শতক জমি ক্রয়ের জন্য ২২ লক্ষ টাকা বায়না দেন। কিন্তু সফিকুল ইসলাম টাকা নেওয়ার পরও জমি রেজিস্টি করে না দিয়ে উল্টো জেলা প্রশাসক, বন বিভাগ ও পুলিশ প্রশাসন সহ বিভিন্ন দপ্তরে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করেন। এমন কি মিথ্যা তথ্য দিয়ে বিভিন্ন অনলাইন

 

পোর্টালে সংবাদ পরিবেশন করে তার ব্যবসা প্রতিষ্ঠানসহ সামাজিক ভাবে তাকে হেয় প্রতিপন্ন করা হচ্ছে। তিনি আরও বলেন, শফিকুল ইসলাম এর দাদা বাংলাদেশের একজন তালিকা ভুক্ত রাজাকার । শফিকুল ইসলাম, নূর মোহাম্মদ সিদ্দিকি (টিপু), আমির হোসেন , নাঈম সরকার ও

 

আব্দুর রউফসহ সঙ্গবদ্ধ একটি চক্র তার নিকট ওই জমি রেজিস্টি করে দিবে বলে দুই কোটি টাকা চাঁদা দাবি করছেন। সাংবাদিক সম্মেলনের মাধ্যমে রাজাকার পরিবার সদস্যর দ্বারা এমন হয়রানি ও মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদে উর্ধতন কর্তৃপক্ষের সুষ্ঠু বিচারের দাবী জানিয়েছেন ভুক্তভোগী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top