মেহেদি হাসান নয়ন,বাগেরহাট::::: বাগেরহাটের পীর খানজাহান আলির মাজার শরীফ জিয়ারত করে বাংলাদেশের প্রধানমন্ত্রী সহ দেশ বাসির জন্য দোয়া করলেন ভারতের আজমীর শরীফের সিনিয়র খাদেম হাজী সৈয়দ কলীমুদ্দিন চিশতি । ২ মে শুক্রবার ১২ টায় তিনি বাগেরহাটের পীর খানজাহান আলীর মাজারে পৌঁছে মাজারের প্রধান খাদের শের আলী সহ সকলকে সাথে মতবিনিময় করেন মতবিনিময়
শেষে মাজারে জুম্মার নামাজ আদায় করে হযরত খান জাহান আলী(রা:)মাজার জিয়ারত করেন। এর আগে তিনি মসজিদের শহর বাগেরহাটের বিশ্ব ঐতিহ্য ষাট গম্বুজ মসজিদ সহ বিভিন্ন পূরাকৃতি পরিদর্শন করেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন,বাগেরহাট জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক,কে এম ফরিদ হাসান, বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, আলহাজ্ব তালুকদার আবদুল (বাকী) সহ অনেকে।