স্টাফ রিপোর্টার: গাজিপুরের শ্রীপুর উপজেলার জৈনা বাজার সংলগ্ন বেলাল মিয়ার বাসার ভাড়াটিয়া দৈনিক বর্তমান কথা পত্রিকা এবং নিউজ টিভি বাংলার ক্রাইম রিপোর্টার সাংবাদিক জয়নাল আবেদীন জয় সরকার কে প্রকাশ্যে হুমকি ও হামলার চেষ্টা করে জৈনা বাজার এলাকার বখাটে ও খারাপ প্রকৃতির লোক নোমান মিয়া (৩২),এরপর তার নাম্বার থেকে ফোন করে চাঁদা দাবী করে এলাকায় থাকতে হলে তাকে
চাঁদা দিয়ে থাকতে হবে এমন হুমকি ধামকি দিয়ে আসছে। স্থানীয় সূত্রানুসারে জানা যায় যে, নোমান মিয়া (৩২) একটা বখাটে চক্র চালাচ্ছে, চুরি, ছিনতাই,হুমকি ধামকি দিয়ে সাধারণ মানুষকে ভয় ভীতি দেখিয়ে চাঁদার টাকা আদায় করে। সেই পরিপেক্ষীতে ক্রাইম রিপোর্টার সাংবাদিক জয়নাল আবেদীন জয় সরকার কে ও বলে এই এলাকায় থেকে সাংবাদিকতা করতে হলে আমাকে চাঁদা দিয়ে থাকতে হবে। এমতাবস্থায়
সাংবাদিক জয়নাল আবেদীন জয় সরকার নিরাপত্তাহীনতায় ভূগছে, স্বাধীন ভাবে চলাফেরা করতে পারছে না,এমনকি তার সহধর্মিণী ও হুমকির মুখে।তাই জয়নাল আবেদীন জয় সরকার বাদী হয়ে উচ্ছৃঙ্খল, শিষ্ঠাচার বিরোধী নোমান মিয়ার বিরোদ্ধো শ্রীপুর মডেল থানায় একটি অভিযোগ
দায়ের করেন এবং প্রশাসনের বিশেষ সহযোগিতা কামনা করেন বলে জানা যায়। সাংবাদিক হচ্ছে জাতির বিবেক, সমাজের আয়না,সাংবাদিক কে হুমকি দেওয়া মানে গোটা সমাজ হুমকির মুখে,তাই সচেতন সমাজ ও সাধারণ মানুষের দাবী ঘটনা সুষ্ঠু তদন্ত করে আসামী গংদের আইনের আওতায় এনে সঠিক বিচার করা হোক।