মোল্লা জাহাঙ্গীর আলম –খুলনা // দেশের জেলা ও উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক বেশি উন্নতি হয়েছে।পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। খুলনা ৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেছেন,দেশের আইনশৃঙ্খলা রক্ষায় সরকার বিভিন্ন পদক্ষেপের কারণে দেশে আজ শান্তি বিরাজ করছে। আইনশৃঙ্খলা সঠিক থাকায় আামাদের বাংলাদেশে
সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। মানুষ ন্যায়বিচার পাচ্ছে। বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি পাচ্ছে। দেশের অর্থনৈতিক ভিত্তি দৃঢ়তর হচ্ছে। সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী একটি আধুনিক ও ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে আইন-শৃঙ্খলা রক্ষা একটি গুরুত্বপূর্ণ বিষয়। সাধারণ জনগণের নিরাপত্তা বিধান করা সরকারের দায়িত্ব। তিনি আরো বলেন,
দেশের আইন-শৃঙ্খলা রক্ষার কাজকেই সবচেয়ে বড় চ্যালেঞ্জ মনে করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ ৩১শে- মে”২০২৩ খুলনা জেলার রূপসা উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে বেলা সাড়ে ১০টায় উপজেলার মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। উক্ত অনুষ্ঠান উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর জাহান। সভায়
উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দীন বাদশা, সহকারী কমিশনার ভূমি মো:সাজ্জাদ হোসেন,ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ যোবায়ের, ফারহানা আফরোজ মনা, থানা অফিসার ইনচার্জ মো:শাহিন, উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডা: সেখ শফিকুল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: প্রদীপ মজুমদার, অতিরিক্ত কৃষি কর্মকর্তা ফারহা দিবা শামস্,শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম, প্রকল্প
বাস্তবায়ন কর্মকর্তা আনিসুর রহমান,যুব উন্নয়ন কর্মকর্তা মো:বজলুর রহমান, সমাজ সেবা কর্মকর্তা জেসিয়া জামান,মহিলা বিষ য়ক কর্মকর্তা মনোয়ারা খানম, জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা মো:রাসেল,জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য মুক্তিযোদ্ধা আ:মজিদ ফকির, ইউপি চেয়ারম্যান অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, মো:জাহাঙ্গীর শেখ, মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান,কামাল হোসেন বলবুল, উপজেলা আওয়ামী
লীগের সহ-সভাপতি ও প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মোরশেদুল আলম বাবু, আইচগাতী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব আনিসুর রহমান মিঠু, বিনয় হালদার, মুক্তিযোদ্ধা আ:মালেক, মাদ্রাসা সুপার মাওলানা শফিউদ্দিন নেছারী,রূপসা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আ: রাজ্জাক শেখ সহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগণ এ সময় উপস্থিত ছিলেন।