যেকোনো সময়ের চেয়ে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি এখন অনেক ভালো – আব্দুস সালাম মূর্শেদী এমপি

রানা মোল্লা দিঘলিয়া খুলনাঃ দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি যেকোনো সময়ের থেকে এখন অনেক ভালো। যা সম্ভব হয়েছে জননেত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বের কারণে। তিনি আরো বলেন, দক্ষ নেতৃত্বের গুণাবলীতে তিনি অনন্য। তিনি দেশ থেকে নিয়োগ বাণিজ্য বন্ধ করেছেন। তাইতো মেধা সম্পন্ন ও দেশপ্রেমিক ছাত্র/ ছাত্রীরাই প্রশাসনের বিভিন্ন পর্যায়ে চাকরি পাচ্ছে দুর্নীতি উঠে যাচ্ছে এবং সার্বিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের কর্মদক্ষতা নিষ্ঠার সাথে পালন করে যাচ্ছেন। ফলে আইনশৃঙ্খলা এখন অনেক ভালো।

আজ মঙ্গলবার (৩০ মে) সকাল ১১ টায় দিঘলিয়া উপজেলা কনফারেন্স রুমে মাসিক আইন শৃঙ্খলা সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতায় এ কথাগুলো বলেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদি এমপি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম বিল্লাহ এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, দিঘলিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রিপন কুমার সরকার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ শিরিন ময়না, দিঘলিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হায়দার আলী মোড়ল, সোনহাটি ইউনিয়ন পরিষদের

চেয়ারম্যান গাজী জিয়াউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এসএম গোলাম রহমান, বীর মুক্তিযোদ্ধা গাজী আজগর আলী, বিভিন্ন দপ্তরের দাপ্তরিক প্রধানগণ, সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম ফরহাদ হোসেন, দিঘলিয়া এম এ মজিদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আমিরুল ইসলাম, আয়তুননেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারুফাতুল মতিন, দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মো: শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান তারেক সহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ ও সুধী জন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top