বাগমারা প্রতিনিধিঃ রাজশাহীর বাগমারা উপজেলার ৫ নম্বর আউচপাড়া ইউনিয়ন পরিষদের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে ২০২৩-২৪ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৩০ মে) দুপুরে হাটখুজিপুর বাজার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উন্মুক্ত বাজেট ঘোষণা উপলক্ষে ইউপি চেয়ারম্যান ডিএম শাফিকুল ইসলাম শাফির সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন ইউপি সচিব শ্রী রঞ্জন কুমার।
ইউনিয়নের রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ইউপি চেয়ারম্যান ডিএম শাফিকুল ইসলাম শাফি ২০২৩-২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করেন। বাজেটে ৩৪ লক্ষ ৫৩ হাজার ১’শ ৯৯ টাকা সম্ভাব্য আয় ও ৯২ লক্ষ ১২ হাজার ৭’শ ২৮ টাকা ব্যয় ধরে গ্রামীণ অবকাঠামো উন্নয়নের জন্য বাজেট ঘোষণা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সহকারী সচিব মোঃ শাহিন আলম, গাঙ্গপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের বিট অফিসার উপ-পরিদর্শক (এস আই) সেকেন্দার আলী, ইউনিয়ন কৃষি কর্মকর্তা সিরাজুল ইসলাম ও রবিউল ইসলাম, সাংবাদিক আপেল মাহমুদ রাঙ্গা। এছাড়াও ইউনিয়ন পরিষদের ১২ জন ওয়ার্ড সদস্য ও সংরক্ষিত ওয়ার্ড সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।