নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে গ্রাম উন্নয়নকে প্রাধান্য দেওয়া হয়েছে। উপজেলার থালতা-মাঝগ্রাম ইউনিয়নের ১ কোটি ৮০ লাখ ৯৮ হাজার টাকা বাজেটের মধ্যে গ্রামের যোগাযোগ ব্যবস্থা ও ভৌত অবকাঠামো উন্নয়নে বাজেট ধরা হয়েছে ১ কোটি ১৫ লাখ টাকা। গতকাল সোমবার বেলা ১১টায় থালতা-মাঝগ্রাম ইউনিয়ন পরিষদ চত্বরে দুই শতাধিক
জনসাধারণের উপস্থিতিতে উন্মুক্ত বাজেট ঘোষণা করেন চেয়ারম্যান আব্দুল মতিন। যোগাযোগ ব্যবস্থা ছাড়াও বাজেটে শিক্ষা, দারিদ্র বিমোচন, স্বাস্থ্য, কৃষি ও ক্রীড়াকে গুরুত্ব দেওয়া হয়েছে। বাজেট সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব মো. আনোয়ার হোসেন, পানেল
চেয়ারম্যান শামসুর রহমান, নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক নজরুল ইসলাম দয়া, ইউপি সদস্য মুকুল হোসেন, আব্দুল হালিম, কায়ছার আলী, আক্কাস আলী, আনোয়ার হোসেন, বিলকিছ জাহান সহ বিভিন্ন গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ।