পাইকগাছায় পিতার নাম করনে নতূন সড়কের উদ্বোধন করলেন বানিজ্য সচিব তপন কান্তি ঘোষ

350118133_969576077568031_2222658208451348541_n.jpg

 পাইকগাছা প্রতিনিধি :::: খুলনার পাইকগাছায় পিতা শ্রীনিবাস ঘোষের নাম করনে নতূন সড়কের উদ্বোধন করলেন বানিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। শনিবার সকাল সাড়ে ১০ টার সময় উপজেলার হরিঢালীর গ্রামের বাড়ী মাহমুদকাঠি মোড় হতে বেলে খেয়াঘাট পর্যন্ত ৪ কিঃ মিঃ ড্রেস কার্পেটিং সড়কের উদ্বোধন কালে সচিব তপন কান্তি ঘোষ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তার প্রয়াত

 

পিতা স্কুল শিক্ষকের স্মৃতি চারণ করেন। উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের সভাপতিত্বে উদ্বোধনী সভায় আরোও উপস্থিত ছিলেন প্রয়াত শ্রীনিবাস ঘোষের বাল্যবন্ধু প্রবীন ব্যক্তিত্ব আলহাজ্ব এরফান আলী মোড়ল,উপজেলা প্রকৌশলী হাফিজুর রহমান খাঁন, পাইকগাছা সরকারী কলেজের অধ্যক্ষ মিহির বরন মন্ডল, প্রভাষক মোমিন উদ্দীন,আঃ রাজ্জাক বুলি,অর্নিবান লাইব্রেরীর সম্পাদক প্রভাত কুমার দাশ,

 

হরিঢালী ইউপি’র প্যানেল চেয়ারম্যান শংকর কুমার বিশ্বাস, কালের কন্ঠের সিনিয়র সাংবাদিক নিখিল ভদ্রসহ স্থানীয়রা। উল্লেখ্য,২০-২১ অর্থ বছরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ৫ কোটি ৯ লাখ টাকা ব্যয়ে জিয়াউল ট্রেডার্স নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান এ সড়কটি নির্মান করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top