মনজুর হোসেন,লক্ষ্মীপুর :::::; দেশের খুবই জনপ্রিয় মানবিক সংগঠন উপহার খেদমত সেন্টার বাংলাদেশ প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী ১৫ ই আগষ্ট কুমিল্লার রায়কোট দারুস সুন্নাহ মাদ্রাসায়।গতকাল নোয়াখালী মাইজদীর এক আলোচনা সভায় মানবিক সংগঠনটির চট্টগ্রাম বিভাগের প্রতিনিধি ও নোয়াখালী কবিরহাট উপজেলার পরিচালক এবং মহাসচিব লক্ষ্মীপুর সদর উপজেলার আহলুল কোরআন ওয়াস
সুন্নাহ ফাউন্ডেশন বাংলাদেশ ও জামিলা মানসুর মহিলা হিফয মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মো: ইয়াছিন আরাফাত তামিম বিষয়টি নিশ্চিত করেন।তিনি একাধিক মানবিক সংগঠনের সাথে সম্পৃক্ত হয়ে দেশ ও আন্তর্জাতিক পর্যায়ে মানুষের হৃদয় জায়গা করে নিয়েছেন।উপহার খেদমত সেন্টার বাংলাদেশ’র প্রতিনিধি সম্মেলনে বাংলাদেশের নামকরা টিভি চ্যানেল অনুষ্ঠান সম্প্রচার করে।বিশেষ বিশেষ সম্মেলনগুলোতে
আন্তর্জাতিক টিভি চ্যানেল ও যুক্ত থাকে।তিনি নোয়াখালী সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়ন,১নং ওয়ার্ডের কৃতি সন্তান।আন্তর্জাতিক পর্যায়ে যত সম্মেলনে অনুষ্ঠান আয়োজন হয়,তিনি সব সময় পরিচালক অথবা বিচারকের দায়িত্ব পালন করেন।তিনি ছাত্র অবস্থায় থেকে পড়াশোনার পাশাপাশি মানব সেবায় নিয়োজিত থাকেন।দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে একাধিক মানবিক সংগঠনের সাথে যুক্ত থেকে মাদ্রাসা সেক্টরের সব
সব রকম সেবা দিয়ে আসছেন। উপহার খেদমত সেন্টার বাংলাদেশ একটি মানবিক সংগঠন যা বাংলাদেশ আলেম ওলামে কেরামগণের সংগঠন।এই সংগঠনটির নেতৃত্ব বাংলাদেশের ৬৪টি জেলায় এই কার্যক্রম রয়েছে, বাংলাদেশ ছাড়াও আন্তর্জাতিক পর্যায়ে রয়েছে উপহার খেদমত সেন্টার বাংলাদেশ মাদ্রাসার সকল কার্যক্রম।মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের সেবার পাশাপাশি সমাজের খেটে খাওয়া অসহায়
মানুষদের সাহায্য ও সহযোগিতা করে আসছে এই মানবিক সংগঠনটি।এতিম ছেলেমেয়েদের সাহায্য ও সহযোগিতা করে বিশেষ করে পথশিশুদের লেখা পড়ার যাবতীয় খরচ বহন করে আসছে এই মানবিক সংগঠনটি। আগামী ১৫ ই আগষ্ট উপহার খেদমত সেন্টার বাংলাদেশ’র প্রতিনিধি সম্মেলনে সকল প্রতিনিধি ও সকল সদস্যবৃন্দকে বিশেষ ভাবে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেন সংগঠনটির চট্টগ্রাম বিভাগের
প্রতিনিধি, একাধিক মানবিক সংগঠনের পরিচালক নোয়াখালীর কৃতি সন্তান হাফেজ মো: ইয়াছিন আরাফাত তামিম,প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাওলানা কামরুল ইসলাম শাকের ও সভাপতি হাফেজ আবদুর রাজ্জাক মহিউদ্দিন।আর যারা উপহার খেদমত সেন্টার বাংলাদেশ’র বিভিন্ন খেদমত ও মুয়াল্লিম পেয়েছেন তারা বিশেষ ভাবে অংশগ্রহন করবেন।আর আগামী সম্মেলনে যারা বিশেষ ভাবে উপস্থিত থাকবেন তাদের জন্য
রয়েছে বিশেষ সম্মাননা ক্রেস্ট। উক্ত সম্মেলনে বিশেষ কার্যকর কমিটিবৃন্দ উপস্থিত থাকবেন নোয়াখালীর কৃতি সন্তান হাফেজ মো: ইয়াছিন আরাফাত তামিম,হাফেজ আবদুর রাজ্জাক মহিউদ্দিন, হাফেজ সুলতান মাহমুদ, ঢাকা থেকে মুফতি মিজানুর রহমান,হাফেজ আবদুর রাজ্জাক রাজিব, ফেনী থেকে আবদুল্লাহ ফয়েজী ও হাফেজ মুজাহিদুল ইসলাম,চাটখিল থেকে হাফেজ সানাউল্লাহ, দাউদকান্দি থেকে হাফেজ
সাইফুল ইসলাম, নাটোর থেকে মুফতি হাবিবুল্লাহ, ময়মনসিংহ থেকে হাফেজ আতিকুল্লাহ,শরিয়তপুর থেকে মুফতি মল্লিক বোরহান সহপ্রমুখ। বাংলাদেশে এমন মানবিক সংগঠনকে দেশ ও আন্তর্জাতিক মহলে বিশেষ ভাবে স্বাগত জানান,আর দেশের মানুষ চাকরির জন্য যখন বিভিন্ন জায়গায় ছুটাছুটি করে তখন সম্পুর্ণ ফ্রীতে মাদ্রাসায় যেকোন সেক্টরে চাকরী দিচ্ছেন এই মানবিক সংগঠনটি।সমাজের মাদ্রাসা পড়ুয়া
শিক্ষার্থীরা বিভিন্ন জায়গায় অবহেলিত থাকতে হয়।উপহার খেদমত সেন্টার বাংলাদেশ এই অবহেলিত মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেন।মানবতার ফেরিওয়ালা হাফেজ মো: ইয়াছিন আরাফাত তামিম’র মত হাজার ও হাফেজ এ কুরআন এই ধরনের মানবিক সংগঠনের সাথে যুক্ত হয়ে দেশ ও আন্তর্জাতিক পর্যায়ে একাধিক মানব সেবা দিতেছেন।