পাইকগাছা ইউসিসিএ’র নবনির্বাচিত নেতৃবৃন্দ উপজেলা চেয়ারম্যান ও ইউএনও কে ফুলেল শুভেচ্ছা

পাইকগাছা প্রতিনিধি ::::  পাইকগাছায় উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর নব নির্বাচিত নেতৃবৃন্দ। মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর নবনির্বাচিত সভাপতি প্রানকৃষ্ণ দাশের নেতৃত্বে অন্যান্য সদস্যদের সঙ্গে নিয়ে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম কে এবং গত সোমবার সকালে উপজেলা পরিষদের কার্যালয়ে উপজেলা চেয়ারম্যান

 

আনোয়ার ইকবাল মন্টু কে ফুলেল শুভেচ্ছা জানান এবং সৌজন্য সাক্ষাৎ করেন। এসময়ে বিআরডিবি কর্মকর্তা রাজীবুল হাসান, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আঃ কালাম আজাদ, প্রভাষক স্বপন কুমার ঘোষ, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রকাশ চন্দ্র মল্লিক, পরিদর্শক আনিছুর রহমান, নিলুফার ইয়াসমিন ও মোঃ মাসুম বিল্লাহ,  হারুনর রশিদ, নবনির্বাচিত সদস্য এসএম লুৎফর রহমান, গৌরপদ মন্ডল ও অরবিন্দ কুমার সানা সহ অনেকে উপস্থিত ছিলেন।উল্লেখ্য, পাইকগাছায় বিনা প্রতিদ্বন্দ্বিতায়

 

বিআরডিবি’র আওতাধীন উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ সভাপতি নির্বাচিত হয়েছেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি প্রানকৃষ্ণ দাশ। ২৬ এপ্রিল-২৩ তারিখে নির্বাচন কমিটির সভাপতি ও উপজেলা সমবায় অফিসার তানভীর মাসুদুল হাসান ও দু’সদস্য সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রকাশ চন্দ্র মল্লিক ও সহকারী পরিদর্শক মোঃ তোরাব আলী স্বাক্ষরিত পত্রে সমিতি’র ৮ সদস্যের কমিটির তালিকা প্রকাশ করেছেন। কমিটির সকলেই বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top