নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার নন্দীগ্রামে কৃষক পর্যায়ে উন্নত মানের সরকারি রেটে বিভিন্ন জাতের বীজ বিক্রি করতে শুরু করেছে নন্দীগ্রামের বিএডিসি ডিলার মেহেদী হাসান পুলু। প্রাপ্ত তথ্য জানা গেছে, নন্দীগ্রাম উপজেলা সদরের বিএডিসি ডিলার মেহেদী হাসান পুলু নিজ দোকান থেকে আমন ধানের বীজ ব্রি ধান-৪৯, বিনা-৭, বিনা-১৭, বিনা-৫১, সর্না-৫, বিআর-৩৪, ব্রি ধান-৫১, ব্রি ধান-৮০ সরকারি রেটে
বিক্রয় করছে। বিভিন্ন এলাকার কৃষক অবাধে এই ডিলারের দোকান থেকে সরকারি রেটে উন্নত মানের ধানের বীজ ক্রয় করছে। মেহেদী হাসান পুলু এই প্রতিনিধিকে জানান, সরকার অধিক ফসল ফলানোর জন্য উপজেলা নির্ধারিত ডিলারদের মাধ্যমে উন্নত জাতের বীজ সরকারি রেটে বিক্রয় করার জন্য সিন্ধান্ত গ্রহণ করেছে। তারি অংশ হিসেবে আমি সরকারি বরাদ্দকৃত বীজ কৃষকদের মাঝে সরকারি রেটে বিক্রয় করছি।