বঙ্গবন্ধুর ‘জুলিও কুরি’ শান্তি পদক লাভের ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষ্যে খুলনায় কর্মসূচি

সাগর কুমার বাড়ৈ জেলা প্রতিনিধি খুলনাঃ  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষ্যে খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।  ২৮ মে বাদযোহর বা সুবিধাজনক সময়ে সকল মসজিদ, মন্দির, গীর্জাসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হবে। সুবিধাজনক সময়ে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও ফ্রি মেডিকেল ক্যাম্প এর

 

আয়োজন করা হবে। যে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসি/ভোকেশনাল/দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে সে সকল প্রতিষ্ঠান ব্যতীত খুলনা জেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনা সভা এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে সরবরাহকৃত ভিডিও ডকুমেন্টারি প্রদর্শনের আয়োজন করবে।  ২৮ মে সকাল সাড়ে ১০ টায় খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top