নূর হোসাইন : কারিতাস আলোকিত শিশু প্রকল্পের উদ্যোগে ত্রি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত । কারিতাস ঢাকা অঞ্চল বাস্তবায়িত আলোকিত শিশু প্রকল্পের উদ্যোগে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও কমিউনিটির বিভিন্ন পেশা-শ্রেনীর ব্যক্তিদের নিয়ে ত্রি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। গত ২২ মে বিকাল ৩ ঘটিকার সময় বীর মুক্তিযোদ্ধা মির্জা মো: মজিবর রহমানের সভাপতিত্বে ও আউটরীচ অফিসার লিজা নির্মলা কস্তা সঞ্চালনায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এর
উল্টোদিকে কারিতাস বাংলাদেশ অফিসে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন কারিতাস কেন্দ্রিয় অফিসের ম্যানেজার (এসডব্লিউভিসি) মি. সৌরভ রোজারিও, মিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব উদ্দিন সাজ, কারিতাস ঢাকা অঞ্চলের কর্মসূচি কর্মকর্তা (ইসিডি) কামরুন নাহার, বাংলাদেশ মানবাধিকার কমিশনের দারুসালাম থানা শাখার সভাপতি মিজানুর রহমান বাপ্পি, জিগীষা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান নুর হোসাইন ৯নং ওয়ার্ড সচিব টি.এল রবি দাস, ডিআইসি-
ইন-চার্জ দেবব্রত মজুমদার প্রমূখ। এছাড়া আরও উপস্থিত ছিলেন বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান ইউসেপ বাংলাদেশ, রিহ্যাব, কাপ, ফ্রেন্ডস অব বাসা, সূর্যের হাসি ক্লিনিক, নগর স্বাস্থ্য, জাগরণী চক্র ফাউন্ডেশন, লিডো, ব্র্যাক, আহ্ছানিয়া মিশন, স্কুল শিক্ষক এবং স্থানীয় উন্নয়নমিত্রগণ। সমন্বয় সভায় বিপদাপন্ন পথশিশুদের উন্নয়নে বিভিন্ন
প্রতিষ্ঠানে তাদের সেবাসমূহ তুলে ধরেন এবং সেবা প্রদানের জন্য আশ্বাস প্রদান করেন। প্রকল্পের কর্ম এলাকায় শিশুরা যাতে করে পরিবারে, সমাজে সুনাগরিক হয়ে গড়ে উঠতে পারে এবং তাদের সুরক্ষা ও মৌলিক অধিকার প্রতিষ্ঠিত করার জন্য সকল সরকারি- বেসরকারি প্রতিষ্ঠান ঐক্যবদ্ধ হয়ে কাজ করার একমত পোষণ করেন।