কেন্দুয়ায় ঝড়ে বাড়িঘর বিধ্বস্ত

 কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধিঃ নেত্রকোনার কেন্দুয়ার বলাইশিমুল ইউনিয়নে ঝড়ের ছোবলে ভরাপাড়া গ্রামের বাড়ি-ঘর ও গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রবিবার (২১মে) সন্ধ্যা সাড়ে ছয়টায় ঘূর্ণিঝড় শুরু হয়।এতে ক্ষতিগ্রস্থ হয় বলাইশিমুল ইউপির ভরাপাড়া গ্রামের বেশ কিছু বাড়ি ঘর ও গাছপালা। ক্ষতিগ্রস্তদের মাঝে বলাইশিমুল ইউপির ভরাপাড়া গ্রামের বাবুল মিয়ার বসতঘর,গোঁয়ালঘর ও হাঁসের খামার ঘরসহ গাছ পালার ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়াও পারভীন আক্তারের বসত

 

ঘরের পেছনের বারান্দা উড়িয়ে নিয়ে গেছে এবং সাইড ওয়ালে ফাটল ধরেছে। গুচ্ছ গ্রামের জুলেখা খাতুনের একমাত্র ঘরের পিছনেের ছাল ছাড়িয়ে নিয়ে গেছে। ভরাপাড়া গ্রামের বাবুল মিয়ার হাঁসের খামার থেকে প্রায় ৬ শত হাসেঁর বাচ্চা নিখোঁজ হয়েছে। এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকায় ঘর-বাড়ি, গাছপালা ও বিদ্যুৎ এর তার ও খুঁটির ব্যাপক ক্ষতি হয়েছে। বলাইশিমুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমানের সঙ্গে মুঠো ফোনে কথা হলে তিনি বলেন ছবিলা,ভরাপাড়া ও লস্করপুর

 

গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা করে উপজেলা নির্বাহী অফিসারের নিকট জমা দেব। এ বিষয়ে কেন্দুয়া উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও সহকারি কমিশনার (ভূমি) মোঃ রাজিব হোসেন জানান, ইতোমধ্যে আমি ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেছি।উপজেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।অচিরেই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্যে যথাযথ ব্যবস্থা নিচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top