সুদের টাকার জন্য ভর্ৎসনা মৃতের পকেটে চিরকুট- “তুহিন মিলন আমাকে বাঁচতে দিল না”

কামরুজ্জামান শিমুল বাগেরহাটঃ সুদের টাকা আদায়ের জন্য চাপ প্রয়োগ করে ভর্ৎসনা করায় গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে বাগেরহাটের রামপাল উপজেলার গৌরম্ভা এলাকার জিতেন বিশ্বাসের ছেলে রাজকুমার বিশ্বাস (৬০)। লাশের সুরতহাল করার সময় মৃতের পকেট থেকে একটি চিরকুট উদ্ধার করে পুলিশ। যাতে লেখা ছিল- তুহিন ও মিলন আমাকে বাঁচতে দিল না, তুহিন আমাকে অনেক গালিগালাজ করে, তাই আমি এই পথ বেছে নিয়েছি”। ১৯ মে ভোরে মৃতের স্ত্রী অঞ্জনা বিশ্বাস বাড়ির পাশে কাঁঠাল গাছের ডালের সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার স্বামীর লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

এ ঘটনায় মৃতের জামাই উত্তর গৌরম্ভা এলাকার আশুতোষ সরকারের ছেলে উত্তম কুমার সরকার বাদী হয়ে একই এলাকার হারান চন্দ্র রায়ের ছেলে তুহিন রায় (৫০) এবং অজিত অধিকারীর ছেলে মিলন অধিকারী (৪৫) সহ আরো২/৩ জনকে আসামি করিয়া আত্মহত্যায় প্ররোচনার দায়ে রামপাল থানায় একটি মামলা দায়ের করে। রামপাল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাধেশ্যাম সরকারের নেতৃত্বে একটি দল আজ রাত পৌনে তিনটার দিকে খুলনা লবনচরা এলাকার জিন্নাহপাড়ার ৫নং গলিতে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি তুহিন রায়কে গ্রেফতার করে। সে তার ভাইয়ের বাড়িতে গোপনে আশ্রয়

নিয়েছিল। স্থানীয়ভাবে জানা গেছে, রাজকুমার একজন ঘের ব্যবসায়ী। সে ঋণগ্রস্থ ছিল। আসামিদের কাছ থেকে চড়া সুদে ঋণগ্রহণ করে দীর্ঘদিন ধরে সুদ পরিশোধ করলেও মূল টাকা পরিশোধ করতে ব্যর্থ হয়েছে। আসামীগন মূল টাকা ফেরত পাওয়া জন্য বিভিন্ন সময় মানুষিক ভাবে চাপ সৃষ্টি করতে থাকে। এসব বিষয় নিয়ে স্থানীয়ভাবে সালিশ বৈঠকও হয়েছে। সর্বশেষ গত ১৮ মে বিকেলে গৌরম্ভা বাজারের মাছের চান্দির সামনে আসামীগণ টাকার জন্য রাজকুমারকে বিভিন্ন চাপ ও গালিগালাজ করেন। আর সেই কষ্টেই আত্মহত্যার পথ বেছে নেয় রাজকুমার। মৃত্যুর আগে বুক পকেটে লিখে রেখে যায় একটি চিরকুট। যাতে লেখা রয়েছে- তুহিন ও মিলন আমাকে বাঁচতে দিল না, তুহিন আমাকে অনেক গালিগালাজ করে, তাই আমি এই পথ বেছে নিয়েছি”।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস,এম, আশরাফুল আলম জানান, স্থানীয় ইউপি সদস্য চম্পক কুমার কুন্ডু মোবাইল ফোনে রামপাল থানা পুলিশকে সংবাদ দেয়। পুলিশ উপস্থিত হয়ে লাশের সুরতহাল করে। এ ঘটনায় রামপাল থানায় একটি মামলা দায়ের হয়েছে। অভিযুক্ত প্রধান আসামী তুহিন রায়কে গতরাতে খুলনা থেকে আটক করেছে পুলিশ। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *