দাকোপ (খুলনা) প্রতিনিধিঃ দাকোপ প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে কোষাধ্যক্ষ পদে দৈনিক ইত্তেফাক পত্রিকার দাকোপ সংবাদদাতা বিধান চন্দ্র ঘোষ বিজয়ী হয়েছেন।
গতকাল শনিবার ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত বিরতিহীন ও শান্তিপূর্ণ ভাবে উপজেলা পরিষদ মিলনায়তনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গ্রহন শেষে উপজেলা সমবায় কর্মকর্তা ও প্রেসক্লাবের নির্বাচন
পরিচালনা কমিটির প্রিজাইডিং কর্মকর্তা মোঃ মিজানুর রহমান ফলাফল ঘোষনা করেন। নির্বাচনে বিধান চন্দ্র ঘোষ ২৬ ভোটের মধ্যে ১৪ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব প্রার্থী মনিরুল ইসলাম মনি পান ১২ ভোট। উল্লেখ্য গত ১৯ মার্চ প্রেস ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৯টি পদের বিপরীতে ৮টি পদে অন্যান্য প্রার্থীরা বিজয়ী হলেও কোষাধ্যক্ষ পদে দুই প্রার্থী সমান সংখ্যক ভোট পান।