দৈনিক আমার সংবাদ এর শ্রীমঙ্গল প্রতিনিধি সন্ত্রাসী হামলায় ছুরির আঘাতে আহত

নিজস্ব প্রতিবেদক::::  মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দৈনিক আমার সংবাদ এর শ্রীমঙ্গল প্রতিনিধি সন্ত্রাসীদের হামলায় ছুরির আঘাতে আহত হয়েছে। আহত সাংবাদিকের নাম সোলেমান আহমেদ মানিক। সংবাদ লেখা পর্যন্ত সে শ্রীমঙ্গল ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। চিকিৎসারত থাকা অবস্থায় তার সাথে বিস্তারিত কথা বলা যায়নি। তবে সাথে থাকা স্বজনদের কাছ থেকে জানা যায়, মঙ্গলবার ১৬ মে ২০২৩ ইং, সন্ধ্যায় বাদ মাগরীব মোটরসাইকেল যোগে শহর থেকে বাসায় ফেরার পথে

 

কলেজ রোডস্থ উদয়ন বালিকা উচ্চবিদ্যালয় স্কুলের সম্মুখে একদল সন্ত্রাসী অতর্কিত হামলা করলে, সোলেমান আহমেদ মানিক প্রাণে বাঁচতে দৌড়ে শ্রীমঙ্গল থানায় প্রবেশ করেন। পরে শ্রীমঙ্গল ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা নিতে চলে যায়। তার শরিরের বিভিন্ন জায়গায় দেশীয় অস্ত্র আঘাতের চিহ্ন দেখা যায়। তবে তার

 

উত্তেজিত কথাবার্তা থেকে শুনা যায়, স্থানীয় একটি প্রভাবশালী মহল সংবাদ লেখালেখিতে ক্ষুব্ধ হয়ে হামলা করিয়েছে। এ বিষয়ে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি)  জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, এখনো কোনো লিখিত অভিযোগ বা মামলা হয়নি বলে জানান। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে আস্বস্ত করেছে তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top