সাতক্ষিরা জেলা প্রতিনিধি::::: তালার জালালপুর ইউনিয়ানে ঘুণে ধরা নারকেল গাছে আকস্মিক চাপা পড়ে তিন সন্তানের জননী এক মায়ের মৃত্যু হয়েছে। বুধবার ১৭ই মে সকাল ১০ টায় উপজেলার আটুলিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এলাকাবাসী সূত্রে জানা যায় বাড়ির পাশে বগানে থাকা নারকেল গাছের পাশ দিয়ে মাঠে হেঁটে যাওয়ার
সময় আকর্ষিক ঘুনে খাওয়া নারকেল গাছ ভেঙে পড়ে। রিজাউল মোড়লের স্ত্রী ৩ সন্তানের জননি রশিদা বেগম গুরুতর আহত হয়। তাৎক্ষণিক সজনরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাতক্ষীরা ন্যাশনাল হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার মিতৃ ঘোষণা করেন। জালালপুর ইউনিয়ন ৯নং ওয়াড ইউপি সদস্য রফিকুল সানা মৃতুর
বিষয় টি নিচ্চিত করে বলেন, নিহত নারী কাঠ খোটার উদ্দেশ্যে মাঠে যাওয়ার পথিমধ্যে নারকেল গাছ ভেঙে তার গায়ের উপরে পড়ে পরে হসপিটালে তার মৃত হয়েছে। রশিদা বেগমের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ বিষয়ে তালা থানার এ এস আই অশোক জানান থানা একটি অপমৃত্যুর মামলা হবে।