এস এম হুমায়ুন বাগেরহাটঃ বন্ধুর স্ত্রীকে ছিনতাই করতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছে ৪ যুবক। সোমবার বেলা ২টার দিকে মোরেলগঞ্জ নব্বইরশি বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক হওয়া যুবকরা হলো, রামপাল উপজেলার আদাঘাটা গ্রামের সাগর শেখের ছেলে সাওন রহমান সান (৩২), জাহিদ সানার ছেলে ইদি সানা (১৯), ফরহাদ শেখের ছেলে নাজমুল শেখ(২১) ও চুলকাঠি গ্রামের সেলিম শেখের
ছেলে ইমন শেখ (১৯)। এ সময় তাদের কাছ থেকে একটি খেলনা পিস্তল, লোহার পাইপ, ৪টি মোবাইল ফোন ও দুটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ।
মোরেলগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
আটক ওই টিমের নেতা সাওন রহমান সান বলেন, ‘তাদের এক বন্ধুর স্ত্রীকে মোরেলগঞ্জে এক আত্মীয়ের বাড়িতে আটকে রাখা হয়েছে। বন্ধুর সেই স্ত্রীকে তুলে নেওয়ার জন্য তারা ৪ জন মোটরসাইকেলে করে মোরেলগঞ্জে এসেছিল। কিন্তু, সেই বাড়তে যাওয়ার আগেই তারা ধরা পড়ে।