মুক্তিযোদ্ধাকে মারধরের অভিযোগ, উপজেলা নির্বাহী অফিসার কে তদন্তের নির্দেশ মুক্তিযুদ্ধ মন্ত্রীর

পরিতোষ কুমার বৈদ্য শ্যামনগর প্রতিনিধিঃ আবুল হোসেন মোড়ল এর বিরুদ্ধে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে অভিযোগ দায়ের করেছেন বীর মুক্তিযোদ্ধা আরশাদ আলী মোড়ল । এ বিষয়ে মুক্তিযোদ্ধা মন্ত্রী আ ফ ম মোজাম্মেল হক তদন্তের জন্য সাতক্ষীরা কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার কে নির্দেশ দেন। অভিযোগে জানা যায় গত ৩ মে সাতক্ষীরার কালিগঞ্জ পশ্চিম নারায়নপুরের বীর মুক্তিযোদ্ধা আরশাদ আলী মোড়ল একই এলাকার আবুল হোসেন মোড়লের বিরুদ্ধে মন্ত্রীর দপ্তরে এসে সরাসরি মন্ত্রীর কাছে অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন আবুল হোসেন সহ তার তার সহযোগীরা

সন্ত্রাসী ভূমিদস্যু প্রকৃতির। আবুল হোসেন মোড়লের বিরুদ্ধে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী ছবি ভাঙচুর ও পদদলিত করা সহ জাতীয় পতাকা পোড়ানো কালিগঞ্জ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ভাঙচুর জোরপূর্বক জবরদখল করা সহ একাধিক মামলা রয়েছে। আবুল হোসেন আওয়ামী লীগের ভেতরে অনুপ্রবেশ করে এবং সন্ত্রাস বাহিনী গঠন করে ক্ষমতার অপব্যবহার করে এলাকার নিরীহ মানুষের উপর জুলুম জমি দখল মিথ্যা মামলার

ভয় দেখিয়ে অর্থ আত্মসাৎ করে। অভিযোগে আরো বলা হয় আবুল হোসেন মুক্তিযোদ্ধার ছেলে রবিউল ইসলাম এর সম্পত্তি ভোগ দখল করছে। এমনকি তাকে বিভিন্নভাবে ভয়-ভীতি দেখিয়ে যাচ্ছে। এ ব্যাপারে আবুল হোসেন মোড়লের কাছে ফোন দিয়ে জানতে চাইলে তিনি বলেন বীর মুক্তিযোদ্ধা আরশাদ আলী মোড়লের অভিযোগ মিথ্যা ও বানোয়াট তিনি তার সাথে এমন কোন কিছু কখনো করেননি আর করার ইচ্ছাও নেই বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top