বঙ্গবন্ধু বিজ্ঞান মেলা-২৩ এর জন্য নড়াইলের বরাশুলা শিশু সদন কমপ্লেক্স ক্যাডেট ফাজিল মাদ্রাসা নির্বাচিত

খন্দকার সাইফুল নড়াইল :::: জাতীয় পর্যায়ে অনুষ্ঠিতব্য “বঙ্গবন্ধু বিজ্ঞান মেলা-২০২৩’’- অংশগ্রহনের জন্য নড়াইল জেলা থেকে বরাশুলা শিশু সদন কমপ্লেক্স ক্যাডেট ফাজিল মাদ্রাসা নির্বাচিত হয়েছে। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর আয়োজিত এই মেলা আগামী ১৫ মে ঢাকার সরকারি আলিয়া ই মাদ্রাসা, ঢাকায় অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে অংশগ্রহনের জন্য বরাশুলা শিশু সদন কমপ্লেক্স ক্যাডেট ফাজিল মাদ্রাসার একটি প্রতিনিধি দল আজ ১৪ মে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। সংশ্লিষ্ট সূত্রে

 

জানা গেছে, মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মোঃ কামাল হোসেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলেমান খান। মেলায় সারাদেশ থেকে

 

নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের বিজ্ঞান প্রজেক্ট উপস্থাপন করবেন। শিক্ষার্থীদের আরো বেশি বিজ্ঞান মনস্ক ও আগ্রহী করে গড়ে তুলতে এই আয়োজন অনেক সহায়ক হবে আশা করছেন অংশগ্রহনকারিরা। বরাশুলা শিশু সদন কমপ্লেক্স ক্যাডেট ফাজিল মাদ্রাসার সভাপতি ও নড়াইল সদর উপজেলার চেয়ারম্যান নিজামউদ্দিন খান নিলু বলেন, মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে বঙ্গবন্ধু বিজ্ঞান মেলা-২৩ আয়োজন একটি অত্যন্ত যুগোপযোগী পদক্ষেপ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top