পাইকগাছা প্রতিনিধি :::: পাইকগাছা উপজেলার লক্ষ্মীখোলা পশ্চিমপাড়া জামে মসজিদটি ১৯৯৭সালে কাগজী বংশের মরহুম আমিন উদ্দীন কাগজী ও মরহুম এরু কাগজী মহল্লাবাসীকে সাথে নিয়ে প্রতিষ্ঠা করেন। একতলা বিশিষ্ট মসজিদটি বর্তমানে দোতলা করার প্রয়োজনীয়তা দেখা দেওয়ায় মসজিদ কমিটি ইতিমধ্যে দোতলা করা
সিদ্ধান্ত নিয়েছে।। শনিবার সকালে মসজিদের দোতলার কাজের শুভ উদ্বোধন করেন প্রতিবন্ধীদের অভিভাবক হিসাবে পরিচিত, কয়রা-পাইকগাছায় সর্ব প্রথম অক্সিজেন ব্যাংকের প্রতিষ্ঠাতা, পাইকগাছা উপজেলার ৬নং লস্কর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান (তুহিন)। এসময় উপস্থিত ছিলেন অত্র
মসজিদের সভাপতি ও লক্ষ্মীখোলা কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ আলহাজ্ব মেসবাহুল হক, সেক্রেটারি আলহাজ্ব আকরাম হোসেন মোল্যা, কে এম মনিরুল ইসলাম, বীরশ্রেষ্ঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেনজীর আহমেদ, নজরুল ইসলাম গাজী ও আবুল হাসান সহ স্থানীয় মুছাল্লিবৃন্দ।