কেরানীগঞ্জে নরুন্ডীর মোর হতে শাক্তা ডায়মন্ড মেলামাইন পর্যন্ত রাস্তা চরম ঝুঁকিতে

কেরানীগঞ্জ সংবাদদাতা  ইমরান হোসেন ইমু::::  ঢাকার কেরানীগঞ্জ উপজেলার শাক্তা ইউনিয়নের নরুন্ডী হতে বলসতা হয়ে শাক্তা উচ্চ বিদ্যালয়ের একমাত্র চলাচলের রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় এ রাস্তা দিয়ে চরম ঝুঁকি নিয়ে চলাচল করছে বিভিন্ন ধরণের যানবাহন। ভারী যানবাহন চলাচলের কারণে সড়কের বিভিন্ন স্থান দেবে গর্তের সৃষ্টি হয়েছে। এমনকি সড়কের বহু জায়গায় পিচ, সুরকি, ইট উঠে গিয়ে বড় গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টি হলেই ওইসব

 

গর্তে পানি আটকে থাকে। মাঝে মধ্যেই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। বর্ষার বৃষ্টির পানিতে ওই সব গর্তে পানি জমে কাঁদাপানি পরিণত হয়। সবচেয়ে বেহাল দশা নরুন্ডী জামে মসজিদ হতে হোসেন গোয়ালের বাড়ীর পাশে মেইন রোড বলসতা দিকে চলার রাস্তাটি একটু বৃষ্টি হলেই হাঁটু পানি জমে চলার অনুপোযোগী হয়ে যায় বহু রিক্সা,মটরসাইকেল, সিএনজি উল্টে গিয়ে দুর্ঘটনার কথাও শোনা যায় এ যেন দেখার কেউ নেই অভিযোগ স্থানীয়দের। প্রতিদিন এই রাস্তা দিয়ে ১০/১২ হাজারের ও বেশি

 

মানুষ যাতায়াত করেন। চলে অংসখ্য অটোরিকশা, ভ্যান, সিএনজি সহ নির্মাণধীন ভারি যান। এ রাস্তা দিয়ে চলাচলে স্থানীয়দের পোহাতে হয় নানা রকম দুর্ভোগ।এছাড়া এ রাস্তা দিয়ে প্রতিনিয়ত চলাচল করেন বলসতা সরকারী প্রাথমিক বিদ্যালয়, শাক্তা সরকারী উচ্চ বিদ্যালয়, নরুন্ডী আইডিয়াল বিদ্যালয়, বলসতা, নরুন্ডী অবস্হিত মাদ্রাসার সকল শিক্ষার্থীদের চলাচলের একমাত্র রাস্তা। শাক্তা সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বাধীন সংবাদকে বলেন, এ এলাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ রাস্তা এটি

 

রাস্তার বেহাল দশায় চলাচল করতে খুবই অসুবিধা হয় আমাদের রাস্তায় ছোটছোট গর্ত থাকায় বাইসাইকেল চালিয়ে স্কুলে যেতে খুব অসুবিধা এমন কি রিক্সা দিয়ে ছাত্র-ছাত্রীদের চলাচল করতে পুরো হিমশিম খেতে হয়। একটা রুগীর গাড়ী এ্যামবুলেন্স চলাচলের অনুপযোগী হয়ে দাড়িয়েছে আমাদের চলাচলের একমাত্র রাস্তা। জরুরি ভিত্তিতে রাস্তার সংস্কার করা প্রয়োজন। অটোরিকশাচালক কামরুল হোসেন জানান, রাস্তায় গর্তের কারণে ঠিকমতো গাড়ি চালাতে পারিনা। রাস্তায় ছোট-বড় গর্তের জন্য

 

যাত্রীরা আরামে গাড়িতে বসতে পারে না। তারপরও পেটের দায়ে ঝুঁকি নিয়েই গাড়ি চালাতে হয়। শাক্তা ইউনিয়ন চেয়ারম্যান হাবীবুর রহমান হাবিবের কাছে জরুরি ভিত্তিতে একাবাসীর জোরালো দাবী, আমাদের রাস্তা সংস্কার করা প্রয়োজন। আপনার উন্নয়নের ছোয়ার আশাবাদী সারা শাক্তা ইউনিয়নের বাসী । এ ব্যাপারে শাক্তা

 

ইউনিয়নের চেয়ারম্যান হাবীবুর রহমান হাবিব মুঠোফোনে দৈনিক স্বাধীন সংবাদকে জানান, উক্ত রাস্তা সমন্ধে আমি অবগত আছি কিছুদিন আগে আমরা সংস্কারের কাজ ধরেছি এবং আগামি কয়েক দিনের মধ্যে নরুন্ডীর মোর হতে শাক্তার উপজেলা প্রধান সড়কের আগ পর্যন্ত দুপাশে প্রসস্থ পুর্ণাঙ্গ কাজ ধরা হবে। তিনি বলেন আমার নির্বাচনি এলাকার জনগনের শাসক নয় সেবক হয়ে শাক্তা ইউনিয়নের সর্বস্তরের জনগনের পাশে থাকতে চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top