ইঞ্জিনিয়ার ওয়াহিদ মুরাদ:::::; আবহাওয়ার সর্বশেষ আপডেটে বলা হয়েছে দক্ষিণ পূর্ব বঙ্গপোসাগর ও তৎসংলগ্ন আন্দামান সাগর এলাকায় অবস্থিত ঘূর্ণিঝড়টি যে স্থানে ছিলো এখন ঘূর্ণিঝড়টি তার থেকে কিছুটা উত্তর দিকে এগিয়েছে। এখন ভোর ৫:০০ পর্যন্ত ঘূর্ণিঝড়টির গতিবেগ ১১০-১১৫ কি.মি/ঘন্টায় এবং দমকা বাতাসের গতিবেগ আছে ১৫০-১৫৫ কি.মি/ঘন্টায়। ঘূর্ণিঝড়টি আজ ১২ ই মে ভোর ৫ টা বেজে ০২ মিনিটে মংলা থেকে ৯৯৮.০ কি.মি কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে।
চট্টগ্রাম বিভাগ থেকে ১১৩৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে। মহেশখালী থেকে ৯৭০ কিলোমিটার দক্ষিনে অবস্থান করছে। এটি আজ সকালে ক্যাটাগরি ১ শক্তিসম্পন্ন ঘূর্ণিঝড়ে পরিনত হতে পারে। গতিপথ : ঘূর্ণিঝড়টি ক্রমশ উত্তর দিকে অগ্রসর হতেপারে, এবং পরবর্তীতে উত্তর পূর্ব দিকে অগ্রসর হতেপারে। ল্যান্ডফ(সম্তব্য) : ঘূর্ণিঝড়টি আগামী ১৪ মে দুপুর থেকে ভোলা থেকে কক্সবাজার ও মায়ানমারের ভেতরে যেকোনো উপকূলে প্রবল শক্তি নিয়ে অতিক্রম করতেপারে।
উপকূলে আছড়ে পড়ার সময় তার গতিবেগ থাকতে পারে ১৫০-১৮০ কি.মি/ঘন্টায় এবং দমকা বাতাসের গতিবেগ থাকতে পারে ২৪০-২৫০ কি.মি/ঘন্টায় । বৃষ্টিপাত : ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামী ১৩ ই মে থেকে ১৬ ই মে এর ভেতরে,চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় ভারি থেকে অতিভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে (১০০-৩৫০ মি.মি) পর্যন্ত বৃষ্টি হতেপেরে। এখানে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ বিভাগ ও খুলনা বিভাগ অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা কম। সংগৃহীত সূত্রঃ আবহাওয়ার পূর্বাভাস সময়ঃ ভোর ৫: ১৫