লোহাগড়ায় এস এস সি পরিক্ষার্থী হামলার শিকার

খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধিঃ নড়াইলের লোহাগড়া উপজেলার আড়িয়ারা গ্ৰামের ৩ জন এস এস সি পরিক্ষার্থী হাতুড়ি পিটার শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া যায়। গত ১১ মে ২০২৩ তারিখ,
বৃহস্পতিবার লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে দুপুর ১,৩০ মিনিটের সময় কুমার কান্দা ও মুছড়া ২ তলা মসজিদের সামনে থেকে হাতুড়ি পেটা করে পার্শ্ববর্তী এলাকা চাচই গ্ৰামের এস এস সি পরিক্ষার্থী ১০/১২ জন মিলে ভ্যানের গতি রোধ করে গুরুতর আহত করে পালিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া যায়।

যাহারা মারপিটের শিকার হয়েছেন তাহারা হলেন: আড়িয়ারা গ্ৰামের আজিম খান এর ছেলে, মহব্বত খান, জামশেদ শেখের ছেলে মমিন শেখ, রহমত খান এর ছেলে রাহাত খান, এই ৩ জন হামলার শিকার হয়ে গুরুতর আহত অবস্থায় লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে।

যাহারা এস এস সি পরিক্ষার্থীদের হাতুড়ি পেটা করেছে তারা হলো: লোহাগড়া উপজেলার চাচই গ্ৰামের মিরাজ খালাসীর ছেলে মারুফ খালাসী, কামাল খালাসীর ছেলে বাইজিদ খালাসী, শুকুর শেখের ছেলে নাহিদ শেখ, ইমদাদুল এর ছেলে ইমরান সহ আরো ৫/৭ জন মিলে মহব্বত খান, মমিন শেখ, রাহাত খানের বাড়িতে যাওয়া চলন্ত ইঞ্জিন চালিত ভ্যানের গতি রোধ করে হাতুড়ি ? দিয়ে বেধড়ক মারপিট করে গুরুতর আহত অবস্থায় ফেলে চলে যায়।

ভ্যান চালক জামশেদ তার এস এস সি পরিক্ষার্থী ছেলে মমিন শেখ সহ অন্যান্য পরিক্ষার্থীদের নিয়ে বাড়িতে যাচ্ছিলেন বাবার সামনে ছেলে কে হাতুড়ি দিয়ে বেধড়ক মারপিট করাতে বাবা ওই সন্ত্রাসী ছেলেদের পা ধরে কান্না কাটি করে ও রেহায় পান নাই। ভ্যান চালক জামশেদ প্রসাশনের কাছে বিচারের জোর দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top