খাদ্যে ভেজাল প্রতিরোধ বিষয়ক সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত

সাগর কুমার বাড়ৈ জেলা প্রতিনিধি খুলনাঃ  খাদ্য নিরাপত্তা নিশ্চিতে খাদ্যে ভেজাল প্রতিরোধ বিষয়ক সচেতনতা বৃদ্ধিমূলক এক কর্মশালা আজ (বৃহস্পতিবার) সকালে খুলনা সিভিল সার্জন দপ্তরে অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য শিক্ষা ব্যুরো এ কর্মশালার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডাঃ সুজাত আহমেদ।  প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ভেজালযুক্ত খাবার মানুষের শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। খাদ্যপণ্যে ভেজালের কারণে দেশের আগামী প্রজন্ম

 

অর্থাৎ আজকের শিশুদের শারীরিক ও মানসিক দক্ষতার বিকাশ বাঁধাগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। খাবারে কৃত্তিম রঙের ব্যবহার, সিসা দূষণ, ফল পাঁকাতে ও সংরক্ষণ করতে মারাত্মক ক্ষতিকর রাসায়নিকের ব্যবহার জাতিকে জীবনঘাতী রোগের দিকে ঠেলে দেবে। জনগণের জন্য নিরাপদ খাদ্যের নিশ্চয়তা দিতে বিএসটিআই, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষসহ সরকারের বিভিন্ন দপ্তর কাজ করে যাচ্ছে। এবিষয়ে ভোক্তা ও সাধারণ মানুষদেরও সচেতন হওয়া প্রয়োজন। কর্মশালায় সিভিল সার্জন দপ্তরের

 

মেডিকেল অফিসার ডাঃ  ছাবেতুল ইসলাম, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা  মোকলেছুর রহমান, দিঘলিয়া উপজেলা শিক্ষা অফিসার শেখ  নূরুল ইসলাম, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা  আবুল কালাম আজাদসহ জেলায় কর্মরত স্যানিটারি ইন্সপেক্টর, হোটেল-রেস্তোরা-বেকারি ব্যবসায়ী ও গণমাধ্যমকর্মীরা অংশ গ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top