ছাতকে সরকারি জায়গার রাস্তা নিয়ে দু”পক্ষের মাঝে হামলা- পাল্টা হামলা

 সেলিম মাহবুব, ছাতক: ছাতকের উত্তর খুরমা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে সিলেট-সুনামগঞ্জ সড়কের পাশে সরকারি জায়গার রাস্তা নিয়ে দু-পরিবারের মাঝে হামলা-পাল্টা হামলায় দু”পক্ষের ২ জন আহত হয়েছেন। স্হানীয় সুত্রে জানাগেছে উভয় পক্ষের মধ্যে সরকারি জায়গা দখল নিয়ে পুর্ব বিরোধ ছিল। এসব বিষয় নিয়ে রবিবার রাত প্রথম দফায় প্রতিপক্ষরা হামলা করে মনোয়ারা বেগমকে (৩০) আহত করেছে। মনোয়ারা বেগম গ্রামের মৃত ইন্তাজ আলীর কন্যা। পরদিন সোমবার বিকেলে

 

দু”পক্ষের মধ্যে কথা কাটা কাটি হলে এক পর্যায়ে পাল্টা হামলা করে মনোয়ারার লোকজন। হামলায় আহত হন নুরুল হক (৫৫)। তিনি নোয়াগাঁও গ্রামের জমসিদ আলীর পুত্র। দু” দিনের দু” দফা হামলায় এক পক্ষের মহিলা ও এক পক্ষের একজন পুরুষ আহত হন। আহত দু”জনকে হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়েছে। ঘটনার খবর পেয়ে সোমবার ছাতক থানা এসআই এখলাস ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top