পাইকগাছা প্রতিনিধিঃ পাইকগাছায় সরল বাজার, জোনাকি গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ এক হাজার অধিক সদস্যর সঞ্চয় কৃত ৩/৪কোটি টাকা আত্মসাধ করার অভিযোগ উঠেছে । শত শত গ্রাহক, সমিতির কার্যালয় পরিচালক ওঅফিস ঘেরাও করেছে। সংবাদ শুনে উপস্থিত হন, থানা পুলিশ , সাংবাদিক, সহ স্থানীয় গন্যমান্য ব্যা্ক্তি।সরেজমিনে জানাজায় পাইকগাছা উপজেলা গোপালপুর গ্রামের সাবেক পৌর কাউন্সিলার মোঃ আলাউদ্দীন গাজী ও মোহাম্মাদ আলী ২০১২সালে জোনাকি গ্রাম উন্নয়ন সমবায় সমিতি নামে উপজেলা সমবায় অফিস থেকে নিবন্ধন নিয়ে মাঠে কাজ শুুরু করেন।সমিতি পরিচালক আলাউদ্দিন গাজী, মোহাম্মদ
আলী নামে দুই ব্যাক্তি পরিচালক মাঠ পর্যায়ে কর্মি নিয়োগ দিয়ে গ্রামের সহজ সরল মানুষের ৬বছর মেয়াদী দ্বিগুন লাভ প্রলোভন দেখিয়ে শত শত গ্রাহক বানিয়ে ৩/৪কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ করেন ক্ষতিগ্রস্ত গ্রাহকরা। গ্রাহকের মেয়াদ শেষ হলে পরিচালকগন গ্রাহকের সঞ্চয়কৃত টাকা ফেরত নিতে আসলে তাদের সাথে বিভিন্ন তালবাহানা করে আসছে। এব্যপারে গত শনিবার, রবিবার মাইক প্রচার করে জোনাকি সমিতির গ্রাহকদের সোমবার সকালে সরল বাজার মেইন সড়কে অফিস কার্যলয়ের সামনে শত শত নারি পুরুস জড়ো হয়। তাদের এক দাবি সঞ্চয়কৃত টাকা ফেরত দিতে হবে,। ঘটনা স্থল থানাপুলিশ উপস্থিত হয়ে পরিবেশ শান্ত করেন।পরে সমিতির কার্যালয় থানা পুলিশ,
সাংবাদিক, ও স্থানীয় গন্যমান্য ব্যক্তি সমিতির পরিচালক আলাউদ্দিন গাজী, মোহাম্মদ আলী সাথে কথা বললে তারা বলেন। আমরা গ্রাহকের জমাকৃত টাকা ফেরত দিব, আমাদের সময় দিতে হবে।এসময় গ্রাহকের দাবির আলোকে বিশ্বাসের জন্য পাইকগাছা মৎস্য কাটা মার্কেট সভাপতি মোঃজাকির হোসেন,নিকট গ্রাহকের টাকা ফেরত দেওয়ার আশ্বাস দিলে, সকলের সিদ্ধান্তে বিশ্বাস হিসেবে সমিতির পরিচালক আলাউদ্দিন গাজী মোহাম্মদ আলী নিজ নামের ব্যাংকের চেক, ইস্টাম, এবং সমিতির নামের সম্পতির দলিল রেখে জাকির হোসেন নিকট ৬ মাসের মধ্যে প্রাপ্ত গ্রাহকের টাকা ফেরত দেওয়ার অঙ্গীকারনামা প্রদান করেন।সকল গ্রাহক উপস্থিত ব্যাক্তিবর্গের কথা মোতাবেক উপস্থিত সদস্যরা স্থান ত্যাক করেন।