মে দিবস স্মরণে শ্রমিক জনসভা অনুষ্ঠিত

 ইঞ্জিনিয়ার ওয়াহিদ মুরাদ খুলনা:::: পাটকল রক্ষায় শ্রমিক- কৃষক- ছাত্র-জনতা ঐক্য এর আয়োজনে গতকাল শুক্রবার ৫ মে খুলনার খালিশপুরের পিপলস গোলচত্বরে বিকাল থেকে রাত ৯ টা পর্যন্ত “মে দিবস স্মরণে শ্রমিক জনসভা” অনুষ্ঠিত হয়। শ্রমিক,কৃষক, ছাত্র, জনতা ঐক্যের খুলনার আহ্বায়ক ও খালিশপুর জুট মিলের শ্রমিক নেতা আলমগীর কবিরের সভাপতিত্বে এবং প্ল্যাটফর্মের যুগ্ন আহবায়ক ও ক্রিসেন্ট জুট মিলের শ্রমিক নেতা মোশাররফ হোসেনের সঞ্চালনায় জনসভায়
বক্তব্য রাখেন, প্রধান সমন্বয়ক রুহুল আমিন, লেখক ও গবেষক মাহা মির্জা, যুগ্ন আহবায়ক ও স্টার জুট মিলের শ্রমিক নেতা আলমগীর হোসেন, সদস্য নাসিমা আক্তার, জে জে আই- এর শ্রমিক নেতা শামস সারফিন, আগুয়ান-৭১ এর আহ্বায়ক আব্দুল্লাহ চৌধুরী ও সাধারণ সম্পাদক আবিদ শান্ত, জাতীয় মুক্তি কাউন্সিলের খুলনা জেলা সভাপতি হুমায়ুন কবির, প্লাটিনাম জুট মিলের সাবেক সভাপতি খলিলুর রহমান, খালিশপুর জুট মিলের সিবিএর সাংগঠনিক সম্পাদক মনির হোসেন এবং আরো অনেক
শ্রমিক নেতা ও প্রতিনিধিবৃন্দ। শ্রমিক নেতৃবৃন্দ বন্ধ রাষ্ট্র পাটকল সমূহ রাষ্ট্রীয় উদ্যোগে চালু এবং সকল শ্রমিকের যাবতীয় পাওনা পরিশোধের দাবী উত্থাপন করেন এই জনসভায়।কর্মসূচি থেকে সরকারকে জরুরি ভিত্তিতে দাবি মেনে নেওয়ার আহ্বান জানান তারা। নতুবা শ্রমিকরা পুনরায় শীঘ্রই কঠোর আন্দোলনের মধ্য দিয়ে দাবি
বাস্তবায়নে সরকারকে বাধ্য করবে বলে হুঁশিয়ারি প্রদান করেন। উক্ত শ্রমিক সমাবেশ থেকে বন্ধ সকল পাটকল অবিলম্বে রাষ্ট্রীয় উদ্যোগে চালু, স্থায়ী শ্রমিকদের সঞ্চয় পত্র এবং ২০২০ সালের জুলাই মাসের ১ ও ২ তারিখের মজুরি এবং ৮টি উৎসব বোনাস সহ সকল পাওনা পরিশোধ সহ ৬ দফা বাস্তবায়নের দাবি জানানো হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top