নন্দীগ্রামে কাজী ফার্মের মুরগীর বিষ্ঠা ও বর্জ্য’র দূর্গন্ধে অতিষ্ট এলাকাবাসীর বিক্ষোভ ও মানব বন্ধন

 আব্দুর রউফ উজ্জল, নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামের ১নং বুড়ইল ইউনিয়নের পেং হাজারকীতে অবস্থিত কাজী ফার্মের মুরগির বিষ্ঠা ও বর্জ্যর দূর্গন্ধে অতিষ্ট হয়ে মানববন্ধন করেছে আশেপাশের কয়েকটি গ্রামের বাসিন্দারা। গত ৬ই মে (শনিবার) বিকাল ৫টায় ধুন্দার বাজারে এই মানববন্ধন করেছে গ্রামবাসীরা। উক্ত মানববন্ধনে গ্রামবাসীরা অভিযোগ করে বলেন, কাজী ফার্মের মুরগির বিষ্ঠার দূর্গন্ধে এলাকায় বিভিন্ন রোগ ছড়াচ্ছে, কাজী ফার্মের ময়লার দূর্গন্ধে আশেপাশের

 

কয়েকটি গ্রামের লোকজনের বসবাস করা একেবারেই অনুপযোগী হয়ে পড়েছে। অত্র এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রমসহ অন্যান্য স্বাভাবিক কাজকর্ম ব্যহত হচ্ছে। ফার্মের বিস্তৃত এলাকায় ফসলি জমি দিন দিন ব্যাপকহারে কমে যাচ্ছে। এছাড়াও ফার্মের কার্যক্রম এলাকায় বিভিন্ন ধরণের সমস্যা সৃষ্টি করছে। উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন, ১নং বুড়ইল ইউনিয়নের আ’লীগের সভাপতি মোজাম্মেল হক, ১নং বুড়ইল ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু রায়হান, ৯নং ইউপি সদস্য

 

সাইদুল ইসলাম,  আলম এনামুল হক, পলাশ আহমেদ, আবু রায়হান, ৮নং ওয়ার্ডের সাবেক মেম্বার ইউনুস আলী, ৯ নং ওয়ার্ডের মেম্বার সাইদুল ইসলাম, ৭নং ওয়ার্ডের মেম্বার আমিনুল ইসলাম, হাফিজুর রহমান হাফিজ, ওমর ফারুকসহ শত শত গ্রামবাসী। এলাকাবাসীর দাবি, অতি দ্রুত ফার্ম কর্তৃপক্ষ ব্যবস্থা না নিলে আমরা আইনি প্রক্রিয়ায় যেতে বাধ্য হবো এবং কঠোর থেকে কঠোরতম কর্মসূচি ঘোষণা করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top