চিত্রশিল্পী এস এম সুলতানের পালিত পুত্র চিত্রশিল্পী দুলাল সাহার মৃত্যুবার্ষিকী পালিত

খন্দকার সাইফুল নড়াইলঃ নড়াইলে বিশ্ব বরেণ্য চিত্র শিল্পী এস এম সুলতানের পালিত পুত্র চিত্রশিল্পী দুলাল চন্দ্র সাহার ৯ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। রোববার (৭মে) দুপুরে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে র‌্যালি, শিল্পীর সমাধিতে পুস্পমাল্য অর্পন ও স্মরণসভা অনুষ্ঠিত হয়। শহরে র‌্যালি শেষে শহরের কুরিগ্রাস্থ শিল্পীর সমাধিতে সম্মিলিত সাংস্কৃতিক জোট ও শিল্পীর

পরিবারের পক্ষ থেকে পুস্পমাল্য অর্পন করা হয়।
পরে সেখানে স্মরণসভ অনুষ্ঠিত হয়। নড়াইল সম্মিলিত
সাংস্কৃতিক জোটের সভাপতি মলয় কুমার কুন্ডুর সভাপতিত্বে স্মরনসভায় বক্তব্য রাখেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর
রবিউল ইসলাম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের যুগ্ম

সাধারণ সম্পাদক ও মুর্ছনা সংগীত নিকেতনের সভাপতি শামীমূল ইসলাম টুলু, এস এম সুলতান কমপ্লেক্স-এর কিউরেটর চিত্রশিল্পী তন্দ্রা মুখার্জ্জী, চিত্রা থিয়েটারের সাধারণ সম্পাদক ইমান আলী মিলন প্রমুখ।উল্লেখ্য,২০১৪ সালের ৭মে চিত্রশিল্পী দুলাল চন্দ্র সাহা(৪৮) হৃদরোগে
আত্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top