ঝালকাঠির রাজাপুরে এসএসসি পরিক্ষার্থী সহ তার মা ও চাচাকে কুপিয়ে আহত

কঞ্জন কান্তি চক্রবর্তী ঝালকাঠি প্রতিনিধি ঃ ঝালকাঠির রাজাপুরে জমি নিয়ে বিরোধের জেরে সাব্বির হাওলাদার (১৫) নামে এক এসএসসি পরিক্ষার্থী, তার মা খুর্শিদা বেগম এবং তার চাচা নূরনবী হাওলাদার (২২) কে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষরা। সাব্বির আঙ্গারিয়া এলাকার প্রবাসী হাবিবুর রহমানের ছেলে এবং আঙ্গারিয়া দাখিল মাদ্রাসা থেকে এ বছর এসএসসি পরিক্ষা দিচ্ছেন। বুধবার (৩ মে) বিকেল তিনটার দিকে আঙ্গারিয়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের অবস্থা গুরুতর হওয়ায় রাজাপুর

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন এবং তারা বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন। আহত সাব্বির হাওলাদার অভিযোগ করে বলেন, আমি পরিক্ষা শেষে বাড়ী গিয়ে দুপুরের খাবার খেয়ে বিশ্রাম নেওয়ার সময় হঠাৎ করে পাশ^বর্তী মোদাচ্ছের হাওলাদার ও তার ছেলে নুরুজ্জামান হাওলাদার সহ আরো ৪ / ৫ জন আমাদের ঘরে প্রবেশ করে দেশীয় অস্ত্র দিয়ে আমায় এলোপাতাড়ি ভাবে কুপিয়ে জখম করে। আমি

 

চিৎকার দিলে আমার মা ও আমার চাচা আমাকে বাঁচাতে আসলে তাদেরকেও শরিরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে ঘরের মুল্যবান মালামাল নিয়ে চলে যায় তারা। তাদের দেশীয় অস্ত্র (দায়ের কোপে) আমার দুই হাতের কনুই, আমার চাচা নূরনবী হাওলাদারের মাথা সহ দুই হাতের কনুই এবং আমার মায়ের দুই পা সহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয়। পরে স্থানীয়রা আমাদের উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত

 

চিকিৎসার জন্য বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ বিষয়ে রাজাপুর থানার এসআই রফিকুল ইসলাম বলেন , জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে এক এসএসসি পরিক্ষার্থী সহ তার মা ও চাচাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেছে তাদের প্রতিপক্ষরা এমন খবরপেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনকরা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top