নূরুল হক, মণিরামপুর প্রতিনিধি: ‘গ্রাম হবে শহর’-এ শ্লোগানকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অঙ্গীকার বাস্তবায়নের লক্ষে মণিরামপুর পৌরসভার মহাদেবপুর মহাশ্মশানের প্রবেশ রাস্তার আরসিসি ঢালাই কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। মণিরামপুর-ঢাকুরিয়া সড়কের গাংড়ার মোড় থেকে মহাদেবপুর
মহাশ্মশানের প্রবেশ রাস্তার আরসিসি ঢালাই কাজের প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন পৌরসভার ২নং-(গাংড়া-মহাদেবপুর-জয়নগর) ওয়ার্ডের কাউন্সিলর ও পৌর যুবলীগনেতা সুমন কুমার দাস। এ সময়ে উপস্থিত ছিলেন মনিরামপুর পৌরসভার প্রকৌশলী উত্তম মজুমদার, মহাদবেপুর মহাশ্মশান কমিটির সভাপতি সুনীল
তহবিলদার, সাধারন সম্পাদক ও উপজেলা জাতীয় শ্রমিকলীগের আহবায়ক চিন্ময় মজুমদার বাবু, শ্মশান কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য সূকুমার ঘোষাল, মহিতোষ দেবনাথ, রমেন মন্ডল, রমেশ মন্ডলসহ স্থানীয় এলাকাবাসি।