নড়াইলে পালিত হল “বিশ্ব গনমাধ্যম দিবস-২০২৩”

খন্দকার সাইফুল নড়াইল::::: ‘মতপ্রকাশের স্বাধীনতা সকল প্রকার মানবাধিকারের চালিকাশক্তি” এ প্রতিপাদ্যকে সামনে নড়াইলে পালিত হল “বিশ্ব গনমাধ্যম দিবস-২০২৩”। ৩মে বুধবার দুপুরে ‘প্রিন্ট ও অনলাইন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন’ নড়াইল এর আয়োজনে নড়াইলের বন্ধন কমিউনিটি সেন্টারে এ উপলক্ষে

 

আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় জেলার মৃত গনমাধ্যম কর্মি প্রদ্যুৎ মূর্খাজী ও নাইমুর রহমান ফিরোজ কে মরনোত্তর এবং জীবিত সাংবাদিক অ্যাডঃ সাঈফ হাফিজুর রহমান খোকন ও ভক্ত সরকারকে সম্মাননা স্বরুপ ক্রেষ্ট প্রদান করা হয়। ‘প্রিন্ট ও অনলাইন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন’ নড়াইল এর আহবায়ক

 

কাজী হাফিজুর রহমান এর সভাপতিত্বে দৈনিক ওশান এর নির্বাহী সম্পাদক গুলশান আরা, নড়াইল প্রতিদিনের প্রকাসক  ইমরান হোসেন, নড়াইল নিউজ ডট কম এর সম্পাদক শরিফুল ইসলাম বাবলু,জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গনমাধ্যম কর্মিরা এ সময় উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top