নড়াইলে পাক বিমান বাহিনীর হামলায় ক্ষতিগ্রস্থ বট গাছের গোড়া পাকাকরন কাজের উদ্বোধন

নড়াইল প্রতিনিধিঃ মহান স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তান বাহিনীর বিমান হামলায় ক্ষতিগ্রস্থ বট গাছের গোড়া পাকাকরনসহ আদালত সংলগ্ন মুক্তিযুদ্ধের নিদর্শন ও ইতিহাস সংক্রান্ত তথ্য কণিকা তৈরীর কাজের উদ্ধোধন অনুষ্ঠিত হয়েছে। নড়াইল জেলা পরিষদের অর্থায়নে জেলা জজশীপের ব্যবস্থাপনায় মঙ্গলবার (২ মে) বিকেলে জেলা ও দায়রা জজ আদালত চত্বরে এ কাজের উদ্ধোধন করেন নড়াইলের জেলা ও দায়রা জজ মোঃ আলমাচ হোসেন মৃধা। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমাতুল

 

মোর্শেদার সঞ্চালনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক প্রলয় কুমার দাস (জেলা ও দায়রা জজ), চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট কবির উদ্দিন প্রামানিক, জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট এএফএম হেমায়েতুলালাহ হিরুসহ জেলা জজশীপের বিচারকবৃন্দ ও জেলা আইনজীবী সমিতির সদস্যগন। জেলা ও দায়রা জজ মোঃ আলমাচ হোসেন মৃধা বলেন,

 

জেলা জজশীপের মধ্যে অবস্থিত এ বট গাছ স্বাধীনতার স্মৃতি বহন করে। সে কারনে স্বাধীনতার স্মৃতিকে রক্ষা করার জন্য এ বট গাছকে বাঁচিয়ে রাখতে হবে বিধায় এ গাছের গোড়া পাকাকরনের কাজ করা হচ্ছে। উল্লেখ্য, ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধের সময় নড়াইল বধ্যভূমির পাশে বর্তমান জেলা ও দায়রা জজ আদালতের মধ্যে

 

অবস্থিত বটগাছটিতে পাক বিমান বাহিনী গোলাবর্ষন করে। যাহাতে বটগাছটি পুড়ে অংগার হয়ে যায়। কালের সাক্ষী এ বটগাছটি এখন বেশ বড় হয়েছে। ভবিষ্যত প্রজন্মের জন্য এ বটগাছের গোড়া পাকাকরনসহ আদালত সংলগ্ন মুক্তিযুদ্ধের নিদর্শন ও ইতিহাস সংক্রান্ত তথ্য কণিকা তৈরী করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top