সেলিম মাহবুব,ছাতক ::::: সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলছেন, তথ্য-প্রযুক্তি নির্ভর প্রশিক্ষিত যুবকরাই হবে ভবিষ্যৎ স্মার্ট বাংলাদেশের এক একটি আইডল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুব শক্তিকে কাজে লাগাতে দেশের উন্নয়নকে আরো গতিশীল করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছেন। এ সুবিধা কাজে লাগিয়ে ডিজিটাল বাংলাদেশের প্রশিক্ষিত যুবকরা এক সময় নিজেরাই আপন ভুবন সৃষ্টি করে হয়ে উঠবে স্বাবলম্বি। তিনি বলেন, এ দেশের যুবকরা যুগে-
যুগে সাহসী কার্যক্রমে অংশ নিয়ে ইতিহাস সৃষ্টি করেছে। মহান ভাষা আন্দোলন, স্বাধনতাযুদ্ধ সহ দেশের আপদকালীন সময়ে যুবসমাজ ঝাপিয়ে পড়েছে দেশের কল্যাণে, মানুষের কল্যাণ। ভবিষ্যতেও স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে এদেশের যুবসমাজ ইতিবাচক ভুমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। মঙ্গলবার সকালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত “টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডার প্রিভিলেজড রুরাল ইয়াং পিপল অব
বাংলাদেশ ০২ মাস মেয়াদী কম্পিউটার বেসিক ও নেটওয়ার্কিং প্রশিক্ষন কোর্সের উদ্বোধন শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ইসলাম উদ্দিনের সভাপপতিত্বে ও যুব উন্নয়ন কর্মকর্তা গোপাল চন্দ্র দাসের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অথিতির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী প্রকল্প পরিচালক (অঃদাঃ) (টেকাব ২য় পর্যায়)
সুলতান আহম্মেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন মিয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক সৈয়দ আহমদ। বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ, আবু বক্কর সিদ্দীক, সাবেক চেয়ারম্যান আব্দুল মছব্বির, প্রকল্পের উপ-পরিচালক আসাদ মিয়া,
প্রশিক্ষক সাজিদুল ইসলাম, সহকারী প্রশিক্ষক আসাদুজ্জামান স্বপ্নন, সাংবাদিক সাকির আমিন, শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন, তারেক হোসেন, পান্না বেগম প্রমুখ। সভার শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন, শিক্ষার্থী সাহিদ আলী, গীতা পাঠ করেন শিক্ষার্থী অঞ্জনা শর্ম্মা। কম্পিউটার বেসিক ও নেটওয়ার্কিং কোর্সে ২০জন পুরুষ ও ২০জন মহিলা শিক্ষার্থী অংশ নেন। প্রশিক্ষনার্থীরা প্রকল্পের নির্ধারিত কম্পিউটার সেটিং একটি আধুনিক গাড়িতে ২মাস ব্যাপী প্রশিক্ষণ গ্রহন করবেন।