জামালপুর প্রতিনিধি : বুধবার বিকালে জামালপুরের ইসলামপুরের উপজেলার সভকুড়া এলাকায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি।এতে ব্যয় হবে প্রায় ৫ কোটি ২৯ লাখ টাকা। এ উপলক্ষে ৩ মে বিকেলে উপজেলা প্রশাসন মত বিনিময় সভার
আয়োজন করে। উপজেলা নির্বার্হী কর্ম কর্মকর্তা তানভীর হাসান রুমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন-যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
জাহিদ আহসান রাসেল এমপি, ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান, জামালপুর-শেরপুর সংরক্ষিত আসনের সংসদ সদস্য হোসনে আরা, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মহিউদ্দীন আহমেদসহ প্রমুখ। অনুষ্ঠানে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, পৌরসভার কর্মকর্তা, রাজনীতিক-সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।