কেশবপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে বাবা ছেলেসহ নিহত-৩ 

 সরদার বাদশা নিজস্ব প্রতিবেদক :::  যশোর-সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়কের কেশবপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে বাবা ও ছেলেসহ তিনজন নিহত হয়েছে গতকাল সোমবার (১ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কেশবপুর উপজেলার বুজতলা নামক স্থানে এ র্ঘটনা ঘটে। নিহতরা হলেন- খুলনার ডুমুরিয়া
উপজেলার বেতগ্রামের আবদুল মান্নানের ছেলে জাহাঙ্গীর জোয়ার্দার (৪৫) ও তার ছেলে মোস্তাইন (১২), চারাবট তলায় সাত্তার মোলঙ্গীর ছেলে মোস্তফা মোলঙ্গী(২২) থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় সোমবার সন্ধ্যার পর দুইটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে তিন আরোহী ঘটনাস্থলেই নিহত হন। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস
কর্মীরা মৃত দেহ উদ্ধার করে। কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজুল ইসলাম বলেন, সোমবার সন্ধ্যা ৭টার দিকে যশোরের কেশবপুরে বুজতলা নামক স্থানে দুই মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষ হয়। ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়। আরেকজনকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর মৃত্যু হয়। নিহতদের মধ্যে দুইজন বাবা ও ছেলে রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top