তেরখাদা প্রতিনিধিঃ আজ পহেলা মে তেরখাদা উপজেলা কৃষকলীগের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর নির্দেশে এবং কেন্দ্রীয় কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ ও সাধারণ সম্পাদক এডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এমপির আহবানে কেন্দ্রীয় কৃষক লীগের কর্মসূচির অংশ হিসেবে অসহায় কৃষকদের ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দেওয়া কর্মসূচি পালিত হয়। বিকেল ৪টায় কৃষক লীগের উদ্যোগে স্থানীয় টিএন্ডটি চত্বরে এক আলোচনা সভা এবং কৃষকদের মাঝে সার ও
ধানবীজ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষকলীগের সভাপতি এস এম নাজমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ মানিকুজ্জামান অশোক। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এফ এম অহিদুজ্জামান, সাধারণ সম্পাদক কে এম আলমগীর হোসেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানশারফাত হেসেন মুক্তি ও
সাবেক ছাত্রনেতা আবু আহাদ হাফিজ বাবু। কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াছুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বীর মুক্তিযোদ্ধা মোঃ বোরহান উদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা শেখ রেজাউল হক, কৃষকলীগ নেতা মোঃ সোহেল রানা, মোহাম্মদ হাবিবুল্লাহ পান্নু মোঃ চান মিয়া মুন্সী, মোঃ
লাবলু ফকির, আব্দুল হামিদ শিকদার, মোঃ ফারুক শেখ, মোঃ তরিকুল ইসলাম, ইকরাদুল ইসলাম, জাহিদুল মল্লিক, মোস্তফা ফকির, শুকুর শেখ, দুলালী বেগম, আব্দুল মান্নান খান মনা রাজা মিয়া বিষ্ণুপদ বিশ্বাস ও পলাশ বিশ্বাস। এদিনে কৃষকলীগের আয়োজনে তেরখাদার কাচিকাটা গ্রামের অসহায় কৃষক মোশাররফ কাজীর এক একর জমির ধান কর্তন করে দেওয়া হয়।