দক্ষিণ কোরিয়া বিএনপি’র উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ দক্ষিণ কোরিয়া বিএনপি’র উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০এপ্রিল)
দুপুর ১২ টায় ইথেউয়ন বোম্বে গ্রিল কমিউনিটি সেন্টারে এটি অনুষ্ঠিত হয়। দক্ষিণ কোরিয়া বিএনপির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান দক্ষিণ কোরিয়া বিএনপির আহবায়ক এম জামান সজলের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ন আহবায়ক হাসিবুল কোবির হাসিব, সদস্য মনির হোসাইন, আব্দুল হান্নান

রিন্টু, ওদুদ সরকার, কাইয়ুম শেখ, ওমর ফারুক বাপ্পি, সুজন হাওলাদার, কাইয়ুম চৌধুরী শুভ,মোশাররফ হোসেন, শাহ আলম,রাকিবুর রহমান,হানিফ তালুকদার, সরোয়ার সোহাগসহ দক্ষিণ কোরিয়া বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ। বক্তারা বলেন, আওয়ামী লীগ অবৈধ ভাবে ক্ষমতায় থেকে দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। দেশে আজ আইনের শাসন নেই,

দুর্নীতি করে অবৈধ সরকারের লোকজন সম্পদের পাহাড় করেছে। অনিয়ন্ত্রিত বাজারে দ্রব্যমূল্যের উদ্ধগতির কারণে ক্রয় ক্ষমতা আজ সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। এভাবে একটি স্বাধীন রাষ্ট্র চলতে পারে না। তাই এই অবৈধ সরকারকে বিদায় করতে আমাদের সকলের ঐক্যবদ্ধ থেকে দেশের মানুষের সকল ধরনের সহযোগিতা করবার জন্য দক্ষিণ কোরিয়া বিএনপির সকল নেতাকর্মীদের আহ্বান জানান বক্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top