কেরানীগঞ্জে ডাকাতি কলাতিয়া ইউনিয়নের তালেপুর নাগড়াশুর গ্রামের জালাল উদ্দীন এর বাড়িতে

 কেরানীগঞ্জ থেকে  ইমরান হোসেন ইমু::::  রাজধানীর কেরানীগঞ্জে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে । রবিবার দিবাগত ভোর রাতে (১ মে) কলাতিয়া ইউনিয়নের তালেপুর নাগড়াশুর গ্রামের জালাল উদ্দীন এর বাড়িতে এ ঘটনা ঘটে। এতে ১০/১২ জনের একটি সঙ্ঘবদ্ধ ডাকাত দল রাত ৩ টা থেকে সাড়ে ৪ টা পর্যন্ত পরিবারের লোকজনকে জিম্মি করে ৮ ভরি স্বর্ণ, ৮০ হাজার টাকার প্রাইজ বন্ড ও নগদ ১,৫০,০০০ টাকাসহ প্রায় ৭ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। বাড়ির মালিক

 

জালাল উদ্দীন জানান, রাতে ১০/১২ জনের একটি ডাকাত দল বাড়িতে ঢুতে তাদের জিম্মি করে স্বর্ণ, টাকা পয়সাসহ মূল্যবান জিনিস পত্র নিয়ে গেছে। এসময় ডাকাত দলের সদস্যরা তাদের সাথে কোন খারাপ ব্যবহার করেনি বলেও জানান তিনি। তাদের ধারণা তাদের সম্পর্কে ভালো জানাশোনা লোকজনই ডাকাতি কাজে সাহায্য

 

করেছে। উক্ত ডাকাতির ঘটনায় কলাতিয়া পুলিশ ফাঁড়ির কর্মকর্তাদের ছারাও বিভিন্ন সংস্থা তদন্ত করছে। এব্যাপার কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মামুন অর রশিদ জানান, পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top