মাসুদ রানা, বগুড়া ::: বগুড়ার শেরপুর প্রচন্ড তাপমাত্রার পর এবার বৃষ্টির দেখা মিললো তবে বৃষ্টির পাশাপাশি প্রচন্ড শিলাবৃষ্টি হওয়ায় কৃষকের পাকা ধানের ব্যাপক হ্মতি হয়েছে। আজ ২৯/৪/২০২৩ তারিখ শনিবার শেরপুরের বিভিন্ন অংশে বৃষ্টি সহ শিলাবৃষ্টি হয়েছে এতে কৃষকের পাকা ধানের ব্যাপক হ্মতি হয়েছে।গত একদিন
আগেই যে কৃষকের চোখেমুখে ছিলো একবুক স্বপ্ন আজ শিলাবৃষ্টির কারণে সেই স্বপ্ন ঝরা হাসি ভঙ্গ হয়ে গেলো,দিসেহারা হয়ে পড়ছেন বগুড়ার শেরপুরের ধান চাষিরা। শুধু ধান চাষি নয় শেরপুরে বিভিন্ন অংশে রাস্তার পাশের ছোট বড় গাছ ও ঘর বাড়ি প্রচন্ড বাতাসে ভেঙ্গে পড়ছে।