সাতক্ষীরায় সংবাদ প্রকাশে মামলা করায় জাতীয় সাংবাদিক সংস্থা খুলনা বিভাগীয় কমিটির নিন্দা

সাগর কুমার বাড়ৈ জেলা প্রতিনিধি খুলনাঃ  সাতক্ষীরায় কর্মরত ৫ সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় সাংবাদিক সংস্থা খুলনা বিভাগীয় কমিটি  । শনিবার (২৯ এপ্রিল) এক বিবৃতিতে সাংবাদিকদের বিরুদ্ধে এই মামলা মিথ্যা ও হয়রানিমূলক উল্লেখ করে তারা বলেন, দৈনিক ভোরের পাতা ও ঢাকা মেইলের সাতক্ষীরা প্রতিনিধি গাজী ফারহাদ, অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্টের সাতক্ষীরা প্রতিনিধি সোহাগ হোসেন, দৈনিক পত্রদূত ও এজেড

 

নিউজের প্রতিনিধি মোঃ হোসেন আলী, দৈনিক মুক্ত খবরের প্রতিনিধি হাবিবুর রহমান ও দৈনিক কালের চিত্রের প্রতিনিধি শাহীন বিশ্বাসের বিরুদ্ধে সম্প্রতি একটি ষড়যন্ত্রমূলক মিথ্যা চাঁদাবজির মামলা দায়ের করা হয়েছে। এক বিবৃতিতে জানান সাতক্ষীরার তালা উপজেলার আটারই গ্রামে শপিং ভ্যালী ফুড প্রোডাক্টস নামের একটি সেমাই কারখানায় নিম্নমানের ভেজাল সেমাই উৎপাদন সংক্রান্ত একটি খবর প্রকাশের পর র‌্যাব-৬ এর ভ্রাম্যমান আদালত উক্ত কারখানাটিতে অভিযান পরিচালনা

 

করে। বিএসটিআই এর নিবন্ধন ছাড়াই নিম্নমানের সেমাই উৎপাদনের প্রমান পাওয়ায় ভ্রাম্যমান আদালত কারখানাটি সীলগালা এবং ২৫ হাজার টাকা জরিমানা করে। এই ঘটনায় কয়েকদিন পর উক্ত কারখানার মালিক পক্ষ সম্পূর্ণ সাজানো একটি মিথ্যা মামলা দায়ের করে।সাংবাদিক নেতারা বলেন, আমরা নিন্ম স্বাক্ষরকারী সাংবাদিকবৃন্দ এই মিথ্যা ও হয়রানিমূলক মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সাথে অনতিবিলম্বে মামলা প্রত্যাহারের দাবী জানাচ্ছি।বিবৃতি দাতারা

 

হলেন,জাতীয় সাংবাদিক সংস্থা খুলনা বিভাগীয় কমিটির  সভাপতি জিয়াউল ইসলাম সাধারণ সম্পাদক সাহাদৎ হোসেন ,কার্যকরী সভাপতি মোঃ রবিউল হাসান (এম আর হাসান) ,সিনিয়র সহ -সভাপতি মফিফুল ইসলাম জুম্মন ,  সহ-সভাপতি,মোসলে উদ্দিন তুহিন,সহ-সভাপতি  রাজু আহমেদ , সহ-সভাপতি নাসির গাজীসহ-সভাপতি, নূরুল হক, সহ-সভাপতি  সরদার বাদশা,-সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ জাকির হোসেন , সহ-সাধারণ সম্পাদক,শেখ ইউসুফ সহ-সাধারণ

 

সম্পাদক,শেখ আলমগীর হোসেন ,শেখ তোফাজ্জে হোসেন,,সহ-সাংগাঠনিক সম্পাদক রবিউল ইসলাম,  সহ-সাংগাঠনিক সম্পাদকখাইরুল ইসলাম ,- সহ-সাংগাঠনিক সম্পাদকরমজান আলী ,-কোষাধক্ষ্য উবাইদুল্লাহ,তথ্য ও আইন বিষয়ক সম্পাদক  সাব্বির হোসেন,মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক  আব্দুল কুদ্দুস (বীর মুক্তি যোদ্ধা)
মহিলা বিষয়ক সম্পাদিকা-সুমি খানম,-দপ্তর সম্পাদক  সমির কুমার হালদার, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, সাগর কুমার বাড়ই, প্রচার সম্পাদক  ফরহাদ মোড়ল,
ধর্ম বিষয়ক সম্পাদকমজিবর মল্লিক, কার্যকারি সদস্য-সাফিয়ার রহমান শাহীন হোসেন-,,কুমারেশ গাইন,আনিসুর রহমান ,মোঃ শামীম শেখ  হুমায়ুন কবির  আব্দুর রাজ্জাক,বিজয় টিভি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top