ঘোমটা খুলে গেলো!

বিষয় ঃ ঘোমটা খুলে গেলো!

লেখক ঃ ইঞ্জিঃ  সিরাজুল ইসলাম

তাং ঃ ২৬.০৪.২০২৩  বিশ্বে অশান্তির মূল কারন অস্ত্র ও ধর্ম ব্যবসা! দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে মার্কিন প্রশাসন ইউরোপীয়দের বুঝাতে সক্ষম হয়েছে সোভিয়েত ইউনিয়ন তোমাদের শত্রু! অথচ ইউরোপ এশিয়া মিলে ব্যবসা বানিজ্য করলে আমেরিকার কোন খানা নেই এ বিশ্বে যা ইউক্রেন যুদ্ধে প্রমানিত! ভারত কে বুঝানো হয় পাকিস্তান তোমার শত্রু, কেন শত্রু ভাই, পাকিস্তান পুচকে একটা দেশ, কোন দিন যারা গনতন্ত্রের মুখ দেখে নাই, জনগন সত্য শোনে নাই, আজীবন প্রত্যক্ষ পরোক্ষ

 

জান্তার শাসন! ভারত বিশ্বের ৬ষ্ঠ শক্তিধর দেশ, গনতান্ত্রিক দেশ, তাহলে শত্রু কেন? সৌদি আরবকে বুঝানো হয়েছে তোমরা সুন্নি ইরান শিয়া হিন্দু মুসলমান থেকেও খারাপ। কোনদিন ওকে বিশ্বাস কোর না, ইরাক ইরান যুদ্ধ বাধায় রাখলো ১২ বছর। বিক্রি হলো অস্ত্র। সৌদি আরব ৩৭% আমেরিকার অস্ত্র কেনা কাস্টমার মোট বিক্রির। আরে ভাই আমেরিকা মুসলমান হিন্দু ইউরোপীয় খৃষ্টান সবার “পীর সাব” কেন? ভন্ডামি দেখুন, আফগানে একজন আমেরিকান পন্হী সরকার সবসময় রেখেছে, সম্পদ

 

লুটেপুটে নিয়েছে আর এশিয়ার বাংলাদেশ ভারত পাকিস্তান মুসলমানদের কখনও আইএস জেএমবি বেকোহারাম নামে ইসলামি দুনিয়া বানানো দল করেছে ইসরায়েল লোক দিয়া। আমাদের মুসলমান নামধারী পাগলরা দেশে ট্রেনিং দিয়ে যেয়ে সরকারকে বিরক্ত করেছে, “আমরা সবাই তালেবান বাংলা হবে আফগান”! তিন কোটি কুর্দি মুসল কে পাহাড়ে পর্বতে বাস করাচ্ছে, তাদের দেশ দেয় না? আফগান থেকে যে বার্তা দিয়ে পালিয়ে ছিলো মার্কিন সমর্থিত সরকারকে,ইউক্রেনে একই বার্তা দিয়ে

 

ফেলেছে মার্কিন পালানোর জন্য। মার্কিন সংবাদ মাধ্যম ” পলিটিকো” জানিয়েছে, গত ১৪ মাস যুদ্ধে ইউক্রেন ১ লাখের উপরে সৈন্য হারিয়েছে, পাবলিক মৃত্যু লেখাজোঁকার বাইরে, ফসল বাড়ী ঘর কালবার্ড ব্রিজ হিসাবের বাইরে। মহামান্য বইডেন স্যার নিজ দেশে চাপের মুখে, আসতেছে নির্বাচন, পিঠ বাচাতে সরতে চান। ইউরোপীয় N ATO ভুক্ত ২৭ দেশ এত দিনে বুঝলো মার্কিন স্বার্থ হাসিলে এতদিন তারা ব্যবহার হয়েছে? মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে রোমানিয়া বুলগেরিয়া পোল্যান্ড

 

অনেক আগের থেকে তেল নিচ্ছে ইরান থেকে( ২০১৮)। মার্কিন ডলারের বিরুদ্ধে BRICS এ যোগ দিয়েছে ব্রাজিল সহ ল্যাতিন আমেরিকার সব দেশ, আর ১৯ দেশ আবেদন করেছে নতুন মুদ্রা নীতিতে চীন রাশা ব্রাজিল তুরস্ক ভারতের সাথে থাকবে। মাতব্বরি শেষ। সত্য কে মিথ্যা দিয়ে ঢাকা যায় কিন্তু সত্যি একদিন বেরিয়ে আসে। এতদিন জেলেনেস্কি কে বলেছে, ভয় নাই আমি তো আছি, এখন ভানুর কৌতুকের মত, বাইডেন স্যার আমার বাখমুত তো দখল করে নিলো রাজধানী কিয়েভ তো যায়

 

যায় যায়, ভয় নাই ফাঁসি হলে ঝুলে পড়, আমিতো আছি! ” ১. একটা দেশ বিশ্ব মানচিত্র থেকে মুছে গেলো। ২. জার্মানের রাশিয়া থেকে ৫২ বিলিয়ন খরচের গ্যাস পাইপ লাইন নষ্ট করলো মার্কিন সেনা দিয়ে। ৩. তৃতীয় বিশ্বযুদ্ধের দারপ্রান্তে বিশ্বকে নিয়ে এলো। ৪. সারা বিশ্ব দুর্ভিক্ষের সাথে পাঞ্জা লড়ছে। ৫. ১০০ দেশ দুর্ভিক্ষের খাদে। ৬. এশিয়া ইউরোপীয় বন্ধুত্ব বন্ধ করা মূল উদ্দেশ্য। ৭. বরিস, দীঘি, ইমরান, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ক্ষমতা হারালো? কে দায়ী, কে দায়ী, কে দায়ী বিশ্ব অশান্তি সৃষ্টির জন্য?

 

আজ মার্কিন সংসদে ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্হা নেয়ার নাটক করছেন স্যার, আমরা গরীব, ছোট দেশ কিন্ত মস্তিষ্ক আপনার থেকে খারাপ না? we are adult Enough. আজ ৭৬/৭৭ বছর পর বিশ্ব বুঝতে পেরেছে ১. এশিয়ার উপর সারা বিশ্ব নির্ভরশীল। ২. আমেরিকা সারা বিশ্বের অশান্তি সৃষ্টির জন্য দায়ী! ৩. আফ্রিকার দেশগুলো কে দরিদ্র বানানোর জন্য কে দায়ী,,? ৪. আফ্রিকা এশিয়ায় জান্তার শাসন কে টেনে আনে। ৫. সব দেশের জাতীয়তাবাদী নেতাদের কে হত্যা করায়? ৬. হিন্দু

 

মুসলমান দাঙ্গা কে বাধায়? ৭. কমিনিজম ভীতি কে দেখায়? ৮. নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা লুডু খেলা কে খেলে? আজ সব গুমোর ফাঁক। ইউরোপীয়রাও বুঝতে পেরেছে আপনি বন্ধু বেশে শত্রু, আরবীয়রাও বুঝতে পেরেছে, আপনি বন্ধু বেশে শত্রু! ভালো থাকেন সুস্থ থাকেন নিজ দেশকে ভালবাসেন। আপনার ঘোমটা খুলে গেছে। ফিরিয়ে দিন সাদ্দাম কে, গাদ্দাফিকে, আলেন্দে কে, মুজিবকে, ইন্দ্রা গান্ধী কে, ইয়াসিন আরাফাত কে, বার্মায় অন সান সুকির বাবাকে, বাংলাদেশ ৩০ লক্ষ জীবন, ভিয়েতনামের

 

২১ লাখ, আফগানিস্তানের, কোরিয়ার, সিরিয়ার, লিবিয়ার, ইরাকের, ইরানের, —–* দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আপনার পাতানো আদালত জরিমানা করেছিলো জাপান, জার্মান, সহ প্রায় ১১ দেশের আজ আপনার জরিমানা কি আপনি নিজে করবেন স্যার? মার্কিন যে গোপন মজা লুটতেছিলো আপনার হম্বিতম্বি তে শেষ হলো, গোপন কথাটি রহিলো না গোপনে! ডলার শেষ, N A T O শেষ, মার্কিন মাতব্বরি শেষ, বিশ্বযুদ্ধ আপনার শেষ ঠিকানা জানি, পাতালে মিশে যাবেন স্যার, অমন ভুল ও করবেন না! একজন পান্তা খাওয়া বাঙালি লেখকের ফোরকাস্টিং মনে রাখবেন! ঈশ্বর ছাড় দেন ছেড়ে দেন না, অতি বাড়াবাড়ি আল্লাহ মেনে নেন না? কফিনের শেষ পেরেকটা আপনার হাতে টোকা হলো। খুলে গেলো ঘোমটা —–

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top