নলডাঙ্গা প্রতিনিধিঃ গতকাল নলডাঙ্গা উপজেলার বাঁশিলা উত্তর পাড়ায় সন্ধার পূর্বে ভয়াবহ অগ্নিকান্ডে ২৫ টি পরিবারের ৪০ টি ঘরবাড়ী পুড়ে ভস্মীভূত হয়। আজ দুপুর ১২ টায় জেলা আওয়ামী লীগের পক্ষ হতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, নাটোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শরিফুল ইসলাম রমজান,নাটোর নওগাঁ সংরক্ষিত মহিলা আসনের সংসদ
সদস্য রত্না আহমেদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি ,নলডাঙ্গা উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান, জেলা পরিষদের সদস্য সোহরাব হোসেন সোহাগ,নলডাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র শরিফুল ইসলাম পিয়াস, নাটোর পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মোস্তাক আলী মুকুল,নলডাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মুশফিকুর রহমান মুকু,জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আসলাম উদ্দীন,বিজ্ঞান ও প্রযুক্তি
বিষয়ক সম্পাদক আলহাজ্ব ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, ২ নং মাধনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আঃ জব্বার, সহ অন্যান্য নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে পোড়া বাড়ীর সকলকেই শাঁড়ী,লুঙ্গি, চাউল,নগদ টাকা ও রেড ক্রিসেন্ট সোসাইটি হতে ১০ টি তাঁবু প্রদান করেন। তারা জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সমবেদনা জানান এবং সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন। এবং সবাইকে আর্ত্বমানবতার সেবায় এগিয়ে আসার আহ্বান জানান।