সেলিম মাহবুব, ছাতকঃ ছাতকে ধান কাটতে গিয়ে পৃথক স্থানে বজ্রপাতে তিন ব্যক্তির মৃত্যু ঘটছে। হাওরে বোরো ধান কাটার সময় বজ্রপাতে এ তিন জনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় সুত্রে জানা গেছে। রবিবার সকালে ছাতক উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের দেবেরগাঁও ও দক্ষিণ বড়কাপন এবং চরমহল্লা ইউনিয়নের চরদুর্লভপুর গ্রামের হাওরে এ বজ্রপাতের ঘটনায় তাদের মৃত্যু ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পাকা বোরো ধান কাটতে যায় তারা। হাওরে ধান কাটারত অবস্থায় বজ্রপাতে দক্ষিণ বড়কাপন গ্রামের মৃত ইদ্রিছ আলীর পুত্র আরশ
আলী(৫৮) ও দেবের গাঁও গ্রামের হুসাম মিয়ার পুত্র মহিম মিয়া (১৫) জ্ঞান হারিয়ে ফেলেন। তাদেরকে স্থানীয় কৈতক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেছেন। এদিকে একই সময়ে হাওর থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতে মৃত্যুবরণ করেছেন চরমহল্লা ইউনিয়নের চরদুর্লভ গ্রামের গোলাম মোস্তফার পুত্র আব্দুস সামাদ (২৮)। সে বোরো ধান কাটতে হাওরে গিয়েছিল। বজ্রপাতে তিন জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন জাউয়াবাজার ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হক ও চরমহল্লা ইউনিয়নের চেয়ারম্যান আবুল হাসনাত।