রনিকা বসু (মাধুরী) বিশেষ প্রতিনিধি :::: পবিত্র মাহে রমজান উপলক্ষে সকল দেশবাসীকে ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধা মরহুম আবু তালেবের সুযোগ্য সন্তান লায়ন আলহাজ্ব আবু তৌহিদ, সদস্য কৃষি ও সমবায় ও বিষয়ক উপকমিটি বাংলাদেশ আওয়ামী লীগ। চেয়ারম্যান অরোরা ফাউন্ডেশন মুক্তিযুদ্ধ বিষয়ক সংস্থা। তিনি বলেন, সবাই আমার জন্য দোয়া করবেন আমার নির্বাচনী এলাকা ঢাকা ১১ সংসদ আসন নং ১৮৪ রামপুরা,বাড্ডা,
ভাটারা, সর্বস্তরে জনগণ কাছে আমি দোয়া প্রার্থী। সংযত ও সিয়াম সাধনার মাস মাহে রমজান। এই মাসে নিজেকে আত্মশুদ্ধির একটি বিরাট সুযোগ। পবিত্র মাহে রমজান মাসে একজন রোজাদার মহান রাব্বুল আলামীনের নিকট করুণা ভিক্ষা সন্তুষ্টি চিত্তে তিনি বান্দাকে ক্ষমা করে দেন। এই পবিত্র মাহে রমজানে একজন প্রকৃত মুমিন ব্যক্তি সারাদিন সকল ক্ষেত্রে সংযমী থাকেন। একমাত্র মহান আল্লাহর পাকের সন্তুষ্টি ও নৈকট্য লাভের আশায়। রমজান হলো রহমত বরকত ও নাজাতের মাস।
কেননা পাপী বান্দার গুনাগুলোকে দূরীভূত করে তার আত্মিক ও আধ্যাত্মিক পূর্নতার ক্ষেত্রে আত্বশুদ্ধি তৈরী করে। রোজা পাপাচার থেকে বিরত রাখে ও তাকওয়া অর্জনে পূর্নাঙ্গ ভাবে জীবন গড়ার সহযোগিতা করে। পবিত্র এই মাসে ক্ষুদা দারিদ্র্য মুক্ত স্মার্ট বাংলাদেশ বিনির্মানে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার বিকল্প নেই, তাই
আসুন সকল ভেদাভেদ ভুলে বাংলাদেশকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে সন্ত্রাসমুক্ত জঙ্গি মুক্ত বাংলাদেশ গড়ি। তিনি আরো বলেন, আমি মাহে রমজানে দেশবাসীর জন্য সুখ- শান্তি ও কল্যান কামনা করি। সেই সাথে সবাইকে মাহে রমজান শেষে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিজ শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি।