সেলিম খান কলারোয়া :::: কলারোয়া উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে পথচারীদের মাঝে ২৮ তম রমজানের ইফতার বিতরন। ২০ শে এপ্রিল বৃহস্পতিবার বিকাল ৫ টায় যশোর সাতক্ষীরা হাইওয়ে পাশে পথচারীদের মাঝে ইফতার বিতরন হয়। এসময় উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা আওয়ামী ছাত্রলীগের কলারোয়া উপজেলা
শাখার সভাপতি সামিমুজ্জামান টিপু,সাধারণ সম্পাদক মেহেদী হাসান ফায়িম,ছাত্রলীগ নেতা পলাশ হোসেন সহ প্রমূখ বিভিন্ন ইউনিয়নের নেতারা উপস্থিত ছিলেন। এসময় উপজেলা আওয়ামী ছাত্রলীগ সভাপতি সামিমুজ্জামান টিপু বলেন, রমজানের মাস ব্যাপি আমরা বিভিন্ন স্থানে কাজ করছি। সামনে যে কদিন আছে সেকদিন আমাদের কার্যক্রম চলমান থাকবে বলে জানান এই মুজিব আদর্শের এই নবীন নেতা।