পিরোজপুর প্রতিনিধি ::: পিরোজপুরে সদর উপজেলা টোনা ইউনিয়নে দুর্বৃত্তের হামলায় শহিদুল ইসলাম(৪০) নামে এক জন আহত হয়েছে। মঙ্গলবার সন্ধা ৬ টা ৫০ মিনিটের সময় এই ঘটনা ঘটে। আহত শহিদুল ইসলাম টোনা ইউনিয়নে রব শিকদারের ছেলে। শহিদুল ইসলাম পেশায় একজন রাজমিস্ত্রি আহত শহীদুর ইসলামের স্বজনেরা জানান, বাড়ির পাশে তালতলা জামে মসজিদে ইফতার করিতে যায় শহিদুল ইসলাম তার সামনে ইফতারী দিতে দেরি হওয়াতে শহিদুল ইসলাম উচ্চ স্বরে
ইফতারি চাইলে মসজিদ কমিটির সভাপতি চাঁন ধরানীর সাথে কথা কাটাকাটি হয়। পরে শহিদুল ইসলাম সবার সাথে মসজিদে নামাজ পড়ে মসজিদে বসেছিলো। তখন চাঁন ধরানীর ছেলে দলবল নিয়ে দেশিও অস্ত্র দিয়ে শহিদুল ইসলামের উপরে হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে হামলাকারিরা। শহীদু ইসলামের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায় পরে উপস্থিত স্থানীয় লোক জন তাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে
জরুলি বিভাগে নিয়ে যান। পিরোজপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা: আরিফ বলেন শহিদুল ইসলাম মাথায় গুরুতর আঘাত পেয়েছে তাকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আ জ ম মাসুদুজ্জামান বলেন, শহিদুল ইসলামের উপরের হামলার ঘটনায় মামলা দায়ের হয়েছে । পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।