চাকই চৌরাস্তার পাশে সরকারী জমিতে অর্থ বানিজ্য ও দোকান ভাংচুর এ

 ইমাদুল ইসলাম, যশোর ::::  মরিচা ভবানীপুর চাকই চৌরাস্তা বাজারের  ব্যাবসায়ী ও সাবেক  সাধারণ সম্পাদক হুমায়ুন মোল্যার ব্যাবসা প্রতিষ্ঠান (মোল্যা ট্রেডার্স) গত ১৯শে এপ্রিল গভীর রাতে ভাংচুর ও বিপুল টাকার মালামাল লুট করা হয়। উল্লেখ্য, বাজারের খাস জমিতে দোকান নির্মাণ করে দীর্ঘদিন ধরে ব্যাবসা করে আসছে।ইদানিং

উক্ত জমির ডিসিআর দাবিদার সৌমিত্র গংরা বিভিন্ন সময় চাঁদা দাবি ও বিভিন্ন হুমকি ধামকি দিয়ে আসছিল, আজ হঠাৎ এঘটনা.! তাই এঘটনায় ঐ সৌমিত্র গংদের জড়িত থাকার বিষয়টি সর্ব মহলকে ভাবিয়ে তুলছে।বেশকিছু দুষ্কৃতকারীরা মোটা অংকের টাকার বিনিময়ে সোমিত্র গংদেরকে প্রত্যাক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করে

আসছে বলে অভিযোগ উঠেছে। বাজারের সকল ব্যাবসায়ীগণ এঘটনার সুষ্ঠু তদন্ত ও শাস্তির দাবি করছে। জনেজনে একই প্রশ্ন আজ হুমায়ুন মোল্লা কাল অন্য কেউ..! এদের কাছে সাধারণ ব্যাবসায়ীগন কতটুকু নিরাপদ.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top